কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, গণতন্ত্রের কণ্ঠরোধ সহ একাধিক অভিযোগ তুলে কলকাতার রেড রোডে আম্বেদকর মূর্তির নীচে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা যত বাড়ছে এই ধর্না মঞ্চে ভিড় বাড়ছে ততই। এই মঞ্চেই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তুলে ধরা হল ‘ভাজপা ওয়াশিং মেশিন’। আর সেই মেশিনে কীভাবে কালো জিনিস সাদা হয় তা হাতে কলমে দেখালেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়।
বিজেপিকে তোপ দেগে বার বার তৃণমূল নেতাদের বলতে শোনা গিয়েছে, ‘বিজেপি বিরোধিতা করলেই সবার পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে ইডি-সিবিআই। আর বিজেপিতে যোগ দিলেই তাঁরা হয়ে যাচ্ছে সাধু। তখন আর কোনও মামলা হচ্ছে না দলবদলুদের বিরুদ্ধে। বিজেপি যেন ওয়াসিং মেশিন।’ বুধবার ধর্নামঞ্চে বিজেপির সেই প্রতিকি ওয়াসিং মেশিন তুলে ধরেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা কাপড়ে মুড়ে ওয়াসিং মেশিন মঞ্চে তুলে আনেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেনরা। সাদা কাপড়ে ঢাকা এই ওয়াসিং মেশিনের কাপড় সরিয়ে মুখ্যমন্ত্রী কালো কাপড় ঢুকিয়ে দেন তার মধ্যে, অন্যদিক দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় সাদা কাপড়।
এরপর কালো থেকে সাদার এই অদলবদলের প্রতীক হিসেবে ফিরহাদ হাকিমকে দেখা যায় সম্পূর্ণ সাদা পোশাকে। এবং অরূপ বিশ্বাসকে দেখা যায় সম্পূর্ণ কালো পোশাকে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই পাশে বসে থাকতে দেখা যায় এই দুই মন্ত্রীকে। মঞ্চে “ওয়াসিং মেশিন ভাজপা…” গান গাইতেও দেখা যায় তৃণমূল নেত্রীকে। তাঁকে সঙ্গ দেন দলের বাকি নেতা নেত্রীরা।
Be the first to comment