জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগেই রবিবার ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে একাহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুর্গাপুরে মমতা বলেন, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এর প্রতিবাদে আগামী ৫ ও ৬ জুন ব্লকে ব্লকে মিছিল করা হবে। এদিন বিকেলে দুর্গাপুর পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, ১০০ দিনের কাজের ১৫ দিনের মধ্যে টাকা দিয়ে দিতে হয়। কিন্তু গত ডিসেম্বর থেকে অর্থাৎ ৫ মাস ধরে টাকা আটকে রেখেছে দিল্লির সরকার।
দুর্গাপুরে পৌঁছে আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জয়ী করার জন্য অভিনন্দন জানান শহরবাসীকে। সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের টাকা নিয়েই মূলত তুলধনা করেন বিজেপি সরকারকে। ক্ষুব্ধ মমতা বলেন, রাজ্য থেকে টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র। কিন্তু ১০০ দিনের প্রকল্পে কাজ করা গরিব মানুষ, যাঁদের টাকার প্রয়োজন তাঁদেরই প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। এরই প্রতিবাদে পথে নামবে তৃণমূল।
রাজ্য সরকার বহুদিন ধরেই অভিযোগ করছে, রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্র প্রাপ্য টাকা আটকে রেখেছে। এর জন্য উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। গত ১২ মে এ ব্যাপারে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেন মুখ্যমন্ত্রী। এই বরাদ্দ যাতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক দ্রুত ছেড়ে দেয়, তার জন্য প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment