রান্নার গ্যাস নিয়ে মোদি সরকারকে তোপ মমতার

Spread the love

মোদি জমানায় রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি কার্যত রেকর্ডের পর্যায়ে চলে গিয়েছিল। চার রাজ্যে বিধানসভা ভোট ও আগামী বছর লোকসভা নির্বাচনের জন্য কৌশলে রান্নার গ্যাসের দাম খানিকটা কমেছে। সিলিন্ডার প্রতি ২০০ টাকা গ্যাসের দাম কমেছে। যা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, বুধবার পাটনা, বেঙ্গালুরু পর মুম্বইয়ে I.N.D.I.A জোটের বৈঠকে যোগ দিতে পৌঁছছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুম্বই পৌঁছেই অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় যান মমতা। সেখান থেকে বেরিয়ে রান্নার গ্যাস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাড়িয়েছিল কত! বাড়াল ৮০০, কমাল ২০০। কোনও দোকানে গেলে, প্রথম বলবে এটার দাম এত! তারপর লোকে বলে ১০০ টাকা কম কর, ৫০ টাকা কম কর, তাহলে ২৫ টাকা কম করে। এই গ্যাসের যদি ৯০০ হয়, তাহলে কী করে পরিবার চলবে? দেশে অনেক গরীর পরিবারও আছে’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*