আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন গোয়ায়। ইতিমধ্যেই সেখানে দলের সংগঠন ঢেলে সাজানোর ওপর জোর দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গোয়ার সঙ্গে ফুটবল এবং অ্যাংলো ইন্ডিয়ান সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত৷ তাই তৃণমূলের দুই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন সেখানে মাটি কামড়ে পড়ে আছেন। মাঝে মাঝেই সেখানে ছুটে যাচ্ছেন শান্তনু সেন, কুণাল ঘোষ-সহ অন্যান্য নেতা নেত্রীরা। এবার নির্বাচনের আগে গোয়ায় দলীয় সংগঠনকে চাঙ্গা করতে সেখানে পা রাখতে চলেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষেই গোয়া যাচ্ছেন তিনি। এমনও হতে পারে উত্তরবঙ্গ সফর সেরে বাগডোগরা বিমানবন্দর থেকেই সরাসরি গোয়ার পথে রওনা হতে পারেন তিনি ৷ যেহেতু আগামী বছরের শুরুতেই গোয়ায় বিধানসভা নির্বাচন। তাই হাতে বেশি সময় নেই। সে কারণেই আর কালবিলম্ব না করে সেখানে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বুদ্ধিজীবী, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের মূল লক্ষ্য যেকোনও উপায়ে এখানে বিজেপি সরকারকে পরাজিত করা।
তথ্য বলছে, গত বিধানসভা নির্বাচনে গোয়ায় একটা বড় অংশের মানুষের জনমত বিজেপির বিরুদ্ধে গিয়েছিল। তারপরও কংগ্রেস সেখানে সরকার গড়তে পারেনি। কংগ্রেসের ঘর ভাঙিয়ে সেখানে সরকার গড়েছিল বিজেপি। তাই এবার শুরু থেকেই সতর্ক তৃণমূল কংগ্রেস। কোনও ভাবেই এই রাজ্যে এবার বিজেপিকে ক্ষমতায় আসতে দিতে চান না তৃণমূল নেত্রী। আর সে কারণেই রাজ্যের উপ-নির্বাচন, অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ডের মাঝেই গোয়া ছুটছেন মমতা। মূল লক্ষ্য বিজেপিকে বড় ধাক্কা দেওয়া।
Be the first to comment