লক্ষ্য গোয়া বিধানসভা নির্বাচন, সোমবার এই দ্বীপ রাজ্যে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া সফরে তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। রবিবারই গোয়ায় পাড়ি দিয়েছিলেন তাঁরা। এদিকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পররিকরকে স্মরণ করে একটি টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য গোয়া ছেয়ে গিয়েছে হোর্ডিংয়ে। রবিবার দুপুরেই গোয়ায় পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটা নাগাদ গোয়ায় পৌঁছন তৃণমূল সুপ্রিমো। সোমবার সকাল থেকেই গোয়াতে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছিল গোয়াতে ক্ষমতায় এলে তৃণমূল সরকার মহিলাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে তুলে দেবেন। বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে ‘গৃহলক্ষ্মী ‘ -র প্রস্তাব রেখেছে রাজ্য শাসক দল। এই নিয়ে বিরোধীরা অবশ্য সুর চড়িয়েছেন।
এদিন গোয়ার বেনাউলিমে বিকেল তিনটে নাগাদ জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার তিনি বক্তব্য রাখবেন পানাজি এবং আসানোরার জনসভায়। এই প্রথমবার গোয়ায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। ফলে এদিনের সভা থেকে তাঁর কী বার্তা থাকবে? এখন সব নজর সেই দিকেই। ডোনাপাওলায় ইন্টারন্যাশনাল সেন্টারে গোয়ার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়, জানা গিয়েছে এমনটাই। গোয়াতে বিধানসভা নির্বাচনে প্রচার ময়দানের পরিকল্পনা এদিনের বৈঠকে নির্দিষ্ট হতে পারে বলে মতামত রাজনৈতিক মহলের একাংশের।
উল্লেখ্য, গত সপ্তাহেই গোমন্তক পার্টি সঙ্গে গোয়া নির্বাচনের আগে জোট করেছে তৃণমূল। জল্পনা চলছিল আপের সঙ্গে জোট করে ভোটে লড়াই করতে চলেছে তৃণমূল। কিন্তু, সেই দাবি খারিজ করে গোয়ার দায়িত্বপ্রাপ্ত অতিশী বলেন, ‘গোয়ায় সৎ ও দুর্নীতিমুক্ত সরকার গঠনের লক্ষ্যে আম আদমি পার্টি নতুন প্রজন্মের ভালো প্রার্থী দিতে চাইছে এবং এ বিষয়ে দলের সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ২০২২ সালেই বিধানসভা নির্বাচন উপকূলীয় এই রাজ্যে অর্থাৎ জোটের দাবি খারিজ করে দিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল।
Be the first to comment