মঙ্গলবারই দু’দিনের পশ্চিম মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক দিন আগেই তাঁর এই সফরে যাওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় অশনির জেরেই পিছিয়ে যায় তাঁর সফর। এই দু’দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মঙ্গলবার দুপুর ২টোর সময় মেদিনীপুরে যাবেন মুখ্যমন্ত্রী। এরপর দুপুর ৩টের সময় শহীদ প্রদ্যোত স্মৃতি ভবনে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মমতার।
এছাড়া এই সফরেই মুখ্যমন্ত্রী ১০০ জনের হাতে স্পেশাল হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বলেও জানা গিয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, ৬৬টি প্রকল্পের শিলান্যাস এবং ১২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও শেষ দিনের সফরে ঝাড়গ্রামেও একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। রাজনৈতিক মহলের মতে, বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। সেদিকেও লক্ষ্য রেখে কল্পতরু তৃণমূল সরকার।
১৭ মে: দুপুর ২ টোয় মেদিনীপুরে যাবেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর কলেজ মাঠের অস্থায়ী হ্যালিপ্যাডে নামতে পারেন। সেখান থেকে সড়ক পথে ১ কিলোমিটার গিয়ে বিকেল ৩টের সময় শহিদ প্রদ্যোৎ স্মৃতি ভবনে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। এরপর মেদিনীপুর সার্কিট হাউসেই সন্ধ্যায় দলের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৮ মে: মেদিনীপুর কলেজ মাঠে বুথস্তরীয় কর্মিসভায় যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সকাল ১১টা ৪৫ মিনিটে সার্কিট হাউস থেকে কলেজ মাঠের উদ্দেশ্যে রওনা দিতে পারেন তিনি। এরপর বেলা ১২ টায় কলেজ মাঠে কর্মিসভায় যোগ দেওয়ার কথা তাঁর। কর্মিসভা শেষে মেদিনীপুর কলেজ মাঠের অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কপ্টারের ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই সফরেই ১০০ জনের হাতে স্পেশাল হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর জন্য ২০১১-১২ সালে পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছিলেন মমতা। এই প্যাকেজের মাধ্যমে কয়েক হাজার যুবক–যুবতীকে চাকরি দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি এনিয়ে জেলা প্রশাসনকে একটি নির্দেশ দিয়েছিলেন মমতা। বলেছিলেন, পুনর্বাসন প্যাকেজের মাধ্যমে যদি দু-একজন চাকরি পেতে বাকি থাকে, তাহলে তাঁদের নাম ডিজিকে পাঠাতে হবে। আর এবার সেই তালিকা অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে প্রায় ১০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি।
মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর কর্মিসভা উপলক্ষ্যে প্রস্তুতি চলছে জোর কদমে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মেদিনীপুর কলেজ মাঠে তিনটি মঞ্চ তৈরি করা হচ্ছে। মূল মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী। অপর দুটি মঞ্চের একদিকে থাকবেন বিধায়ক ও সাংসদরা। আর অপর মঞ্চে থাকবেন অন্যান্য জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর সফরের আগে ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজোঁ বা ASL বৈঠক। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও রকম খামতি না থাকে সেজন্য দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
Be the first to comment