সকাল থেকেই একেবারে দীর্ঘ লাইন। উপচে পড়েছিল মানুষের ভিড়। সোমবার দুয়ারে সরকার প্রকল্পের প্রত্যেকটি শিবিরের সামনেই এই দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে। নবান্ন সূত্রে খবর মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার জন্যই এই বিপুল ভিড় হয়েছিল। প্রায় ৭০ শতাংশ আবেদনপত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য পড়েছে।
তবে সরকারি সূত্রে খবর আগামী ১ মাস ধরে এই ধরনের ক্যাম্প চলবে। হাজার হাজার মানুষ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম তোলা ও জমা দেওয়ার জন্য ভিড় করছেন। এদিকে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, একেবারে বিনামূল্যে এই ফর্ম পাওয়া যাবে। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাতে কোনও বেনিয়ম না হয় সেজন্য বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার। এজন্য টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে। নম্বরটি হল ১০৭০ অথবা ২২১৪-৩৫২৬ । এই নম্বরে ফোন করে কোনও অভিযোগ জানানো যাবে।
এবার দেখা যাক দুয়ারে সরকার প্রকল্পের প্রথম দিনের ক্যাম্পেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কতটা সাড়া মিলেছে। নবান্ন সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনায় সবেথেকে বেশি সাড়া মিলেছে। দুয়ারে সরকারের প্রথম দিনই প্রায় ১৫ লক্ষ আবেদনপত্র সরকারের কাছে জমা পড়েছে। সব থেকে সাড়া পড়া দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে প্রায় ২ লক্ষ ৯৩ হাজার ফর্ম জমা পড়েছে। তবে যে হারে ফর্মের চাহিদা বেড়েছে তাতে আরও শিবির করার ব্য়াপারে চিন্তাভাবনা করছে রাজ্য।
Be the first to comment