বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া মজুরি কবে দেওয়া হবে? মোদীকে চিঠি মমতার

Spread the love

বাংলার শ্রমিকদের প্রাপ্য মজুরি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লির সাউথ ব্লকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের ঠিকানায় পাঠানো হয়েছে চিঠিটি। তাতে বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া মজুরি কবে দেওয়া হবে তা জানতে চেয়েছেন মমতা।

মমতা চিঠিতে জানিয়েছেন, গত চার মাস ধরেই কেন্দ্র এই মজুরির টাকা বকেয়া রেখে দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাকে ওই টাকা না দেওয়ায় এ রাজ্যের গ্রামে থাকা দরিদ্র মানুষ অসুবিধায় পড়ছেন। একইসঙ্গে মমতা জানিয়েছেন, কেন্দ্র প্রধানমন্ত্রী আবাস যোজনার তহবিলের টাকাও বকেয়া রেখে দিয়েছে।

কেন্দ্রের মনরেগা প্রকল্পের তহবিল থেকেই ১০০ দিনে কাজের মজুরি পান বাংলার শ্রমিকরা। এদিনের চিঠিতে মোদীকে মমতা জানিয়েছেন, গত চার মাসে ওই তহবিল থেকে বাংলার প্রাপ্য প্রায় সাড়ে ছ’হাজার কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। এর ফলে বাংলার গ্রামের দরিদ্র মানুষ অসুবিধায় পড়ছেন জানিয়ে চিঠিতে মমতা লিখেছেন, কেন্দ্রের দেওয়া ওই টাকার উপরেই বাংলার গ্রামের বহু দরিদ্র মানুষের জীবন ধারণ নির্ভর করে। টাকা বকেয়া থাকায় বঞ্চিত হচ্ছেন এইসব প্রান্তিক মানুষ। এছাড়া মোদীকে লেখা ওই চিঠিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ার বিষয়েও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিষয়টি প্রধানমন্ত্রীকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার অনুরোধ করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*