‘তুমি আমাদের গর্বিত করেছ’, মীরাবাই চানুকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

২১ বছর পর ফের এক ভারতীয় মহিলা ভারোত্তলক অলিম্পিকের মঞ্চে পদক জয় করলেন। নাম মীরাবাই চানু। শনিবার ৪৯ কেজি বিভাগে তিনি রুপো জয় করলেন। এই পদক প্রাপ্তির পর গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের এই তারকা অ্যাথলিটকে।

আজ টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘মীরাবাই চানুর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে রুপো জয় করেছে।’ সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘তুমি আমাদের সবাইকে অত্যন্ত গর্বিত করেছ। তোমার এই সাফল্য আমাদের প্রত্যেকের কাছেই অনুপ্রেরণা হয়ে থাকবে।’

উল্লেখ্য, ৪৯ কেজি ভারোত্তলন ইভেন্টে রুপোর পদক জয় করলেন মীরাবাই চানু। সেইসঙ্গে চলতি অলিম্পিকের দ্বিতীয় দিনই ভারতের ঝুলিতে এল প্রথম পদক।

প্রথমে যথেষ্ট সফলভাবেই ৮৪ কেজি এবং ৮৭ কেজি ভারোত্তলন করেন মীরাবাই চানু। কিন্তু, ৮৯ কেজি ভারোত্তলন করতে গিয়ে তিনি কিছুটা হোঁচট খান। সেকারণেই দ্বিতীয় স্থান অর্জন করলেন। বছর পাঁচেক আগে রিও অলিম্পিকেও অংশগ্রহণ করেছিলেন ভারতের এই ভারোত্তলক। কিন্তু, সেইবার তিনি দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেননি। ২০২১ সালে ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ১১৯ কেজি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে বিশ্ব রেকর্ড কায়েম করেছিলেন।

২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৭ কেজি স্ন্যাচ বিভাগে সোনা জয় করেছিলেন ভারতের এই মহিলা ভারোত্তলক। ২০০০ সালে সিডনি গেমসে কারনাম মালেশ্বরীর পর মীরাবাই চানু ভারতের দ্বিতীয় মহিলা ভারোত্তলক যিনি অলিম্পিকের মঞ্চে সোনা জয় করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*