‘মা’ শব্দটি প্রায় সব মানুষের কাছেই সবচেয়ে বড় আবেগ। কোনও নির্দিষ্ট দিন দিয়ে মা-সন্তানের সম্পর্কে গভীরতা মাপা যায় না। তবে, বছরের একটি নির্দিষ্ট দিন থাকে শুধুমাত্র মায়ের জন্য। সেই দিনটি ১৪ মে। আজ Mother’s Day-তে মা কে স্মরণ করে সব মায়েদের উদ্দেশ্য কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি পোস্টারও স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। তাতে লিখেছেন, মা’গো তোমাকে প্রণাম!
মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়েত্রী দেবী ছিলেন তাঁর খুব কাছের। সব সময় সে কথা জানান মুখ্যমন্ত্রী। জীবনের শেষদিন পর্যন্ত মেয়ের কাছেই ছিলেন গায়েত্রী বন্দ্যোপাধ্যায়। মায়ের দেওয়া হাতের বালা সব সময় পরে থাকেন তৃণমূল সুপ্রিমো। যেকোনও সভা-সমাবেশেই তিনি বাংলার মা-আম্মা-মাদারদের প্রতি তাঁর শ্রদ্ধা জানান।
লিখতে ভালবাসেন মুখ্যমন্ত্রী। শতাধিক বই লিখেছেন তিনি। লিখছেন বহু কবিতা। মাতৃদিবসে তাই ছন্দে ছন্দে মাকে শ্রদ্ধা জানালেন মমতা।
Be the first to comment