জ্বালানিতে কেন্দ্রের শুল্ক-ছাড়ে রাজ্যেরও ভাগ আছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, কেন্দ্র পেট্রলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমিয়েছে। এই শুল্ক-ছাড়ে রাজ্যেরও ভাগ আছে। ওরা সেসের টাকা কমাতে পারত। কিন্তু তা করেনি। কারণ সেসের পুরো টাকাটা ওরা ভোগ করে। এক্সাইজ ডিউটি কমালে তার কিছুটা ভাগ রাজ্যের ঘাড়েও চাপানো যায়। তাই পরিকল্পিতভাবেই এমনটা করেছে কেন্দ্র।
বিরোধী রাজ্যগুলিকে পর্যাপ্ত টাকা দেওয়া হয় না বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, কেন্দ্র আমাদের প্রাপ্য টাকাটুকুও দেয় না। বিজেপি শাসিত রাজ্যগুলি যে টাকা পায়, আমরা তার কানাকড়িও পাই না। মমতা বলেন, কেন্দ্রে পেট্রলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমিয়েছে। এর মধ্যে রাজ্যের ১ টাকা ৮০ পয়সা এবং ১ টাকা ৩ পয়সা রয়েছে। এর আগে আমরা পেট্রল, ডিজেলে ১ টাকা করে ছাড় দিয়েছি অর্থাৎ, রাজ্য সরকার পেট্রলে ২ টাকা ৮০ পয়সা এবং ডিজেলে ২ টাকা ৩ পয়সা ছাড় দিচ্ছে।
অন্যান্য বিরোধী রাজ্যগুলির থেকে পশ্চিমবঙ্গ পেট্রোল ডিজেলে বেশি ছাড় দিচ্ছে, এমনটাই জানান মুখ্যমন্ত্রী। মমতার কথায়, পেট্রল-ডিজেলে কেরল, মহারাষ্ট্র, রাজস্থানের থেকে বেশি ছাড় দিচ্ছে বাংলা। পেট্রলে রাজস্থান ২ টাকা ৪৮ পয়সা, কেরল ২ টাকা ৪১ পয়সা এবং মহারাষ্ট্র ২ টাকা ৮ পয়সা ছাড় দেয়। সেখান আমরা পেট্রলে ২ টাকা ৮০ পয়সা ছাড় দিচ্ছি।
Be the first to comment