‘উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ-পশ্চিমবঙ্গ সবই সমান’, বাংলা-ভাগ প্রসঙ্গে সতর্কবার্তা মমতার

Spread the love

আমার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সবাই সমান। আমি চাই সবাই ভালো থাকুক। আমার কাছে কেউ আলাদা নয়। চাকরি বাড়ুক। এটাই চাই। চারদিনের পাহাড় সফর শেষে বাংলা-ভাগ প্রসঙ্গে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

গত কয়েকমাসে বিজেপি শিবির থেকে বারবার পৃথক রাজ্যের দাবি তোলা হয়েছে ৷ উত্তরবঙ্গ কিংবা জঙ্গলমহলকে আলাদা রাজ্য ঘোষণার দাবি করেছেন গেরুয়াশিবিরের ‘তৃণমূল’ স্তরের নেতা থেকে শুরু করে বিধায়ক-সাংসদ অনেকেই ৷ সেই দাবি তোলার কারণ হিসেবে বরাবর একটি কারণই দর্শে গিয়েছেন গেরুয়া-ব্রিগেডের ধ্বজাধারীরা ৷ তা হল, মুখ্যমন্ত্রী কিংবা শাসক দলের উত্তরবঙ্গ, জঙ্গলমহলের প্রতি বঞ্চনা ৷ একই সঙ্গে গোটা রাজ্যকে কলকাতা কেন্দ্রীভূত করে তোলা।

টানা চারদিনের পাহাড় সফরে সেই বাংলা-ভাগ বিরোধী বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী ৷ জঙ্গলমহলের কথা আলাদা করে উত্থাপন না করলেও, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য নিয়ে একাধিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন সাফ বক্তব্য দিতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে। এক কথায় বুঝিয়ে দিলেন, বাংলা-ভাগ নিয়ে কোনও কথাই শুনতে চান না তিনি। বুধবার ধূপগুড়ির জনসভাতেও বিজেপির উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*