প্রথমে দুবাই, তারপর স্পেন, সেখান থেকে আবার দুবাই হয়ে কলকাতা। BGBS-কে সামনে রেখে বিদেশের শিল্পপতিদের বাংলায় ডেকে আনার লক্ষ্যে সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মঙ্গলবার সকালে রওনা দিয়ে দুবাইতে নেমে একটু সময় কাটান তিনি। সেই সময়ের মাঝেই রং-তুলি তুলে নিলেন মুখ্যমন্ত্রী। আঁকলেন ছবি।
পরিভাষায় ছবির নাম দিয়েছেন আর্থ লাফ্স ইন ফ্লাওয়ার্স। ইনস্টাগ্রামে দেওয়া ছবিটি ইতিমধ্যে বহু মানুষকে মুগ্ধ করেছে। বিশেষত রঙের ব্যবহার তাকিয়ে দেখতে হয়।
রং-তুলি-ক্যানভাস চিরকালই পছন্দ মুখ্যমন্ত্রীর। তিনি নিজেও জানিয়েছেন, রং-তুলি হাতে নিলেই তিনি ছবি এঁকে ফেলেন। রাজ্য সরকারের বিভিন্ন লোগোর ডিজাইনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা। অনেক সময় নিজের লেখা বইয়ের কভারও তাঁর আঁকা। এই শিল্পীস্বত্তা থেকেই দুবাই গিয়েও ছবি আঁকলেন তিনি। একটা ফুল যেন অনেক রঙের সমাহার- সব কিছুকে নিয়ে মিলেমিশে থাকার বার্তা দিচ্ছে।
Be the first to comment