শুক্রবারই বিজেপি-বিরোধী জোটের প্রথম বৈঠক। তার আগের দিন পাটনায় পৌঁছে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আর সাক্ষাতের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, একের বিরুদ্ধে এক লড়াই হবে। বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা সর্বসম্মতিতেই হবে জানান তৃণমূল সুপ্রিমো।
পাখির চোখ ২০২৪-এ লোকসভা নির্বাচন। বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে আগেই। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই শুক্রবার সেই বৈঠক হবে পাটনা। বৃহস্পতিবার, অভিষেক ও ফিরহাদকে নিয়ে পাটনা উড়ে যান মমতা। পৌঁছেই সোজা যান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের বাড়ি যান তৃণমূল সুপ্রিমো। সেখানে তাঁদের স্বাগত জানান লালুপত্নী তথা বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, লালুপুত্র তরুণ তুর্কি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। লালুপ্রসাদের শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন মমতা। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “একের বিরুদ্ধে এক লড়াই হবে। বিজেপি-বিরোধিতায় আমরা সকলে এককাট্টা হয়েই লড়ব। বাকি যা সিদ্ধান্ত কাল শুক্রবার আমাদের বৈঠকেই নেওয়া হবে।“
লালুপ্রসাদের সঙ্গে বহু পুরনো রাজনৈতিক সম্পর্কের কথা জানান মমতা। সংসদে তাঁর সঙ্গে পুরনো স্মৃতিচারণ করেন তৃণমূল নেত্রী। বলেন, লালুজি কিছুটা অসুস্থ ছিলেন। কিন্তু এখন বিজেপি-বিরোধী লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। ২৩ জুন বিজেপি-বিরোধী জোটের বৈঠক পাটনায়। লক্ষ্য ২০২৪-এর লোকসভা। বৈঠকের মধ্যমণি জোটের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই প্রয়াসে অনেক আগে থেকেই বিরোধিতার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, বৈঠককে সে সিদ্ধান্তই হোক না কেন, তা সর্বসম্মতভাবেই হবে।
Mamata’s message after meeting Lalu in Patna
Be the first to comment