মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে চেয়েছিলাম আমিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

ছবি- (এএনআই)

পিয়ালি আচার্য

শনিবার, ২৫মে তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ মিটিং ডাকেন কালীঘাটে তাঁর বাড়ি সংলগ্ন অফিসে। লোকসভা নির্বাচনে জয়ী, পরাজিত সব প্রার্থীকেই এদিন মিটিংয়ে ডাকা হয়। এছাড়া তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা এবং জেলা সভাপতিরাও হাজির ছিলেন এই বৈঠকে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে আর কাজ চালাতে চাই না। চেয়ার আমার কাছে কিছুই নয়। আমার চেয়ারের প্রয়োজন নেই কিন্তু চেয়ারের আমাকে প্রয়োজন। আমি দলের সভানেত্রী থাকবো। তবে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার মানসিকতা নেই। যদিও দল তাঁর সিদ্ধান্ত মেনে নেয়নি। দলের অনুরোধেই তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি অনেক উন্নয়ন করেছি কিন্তু বিজেপি প্রচুর অর্থ ঢেলেছে। হিন্দু, মুসলমান বিভাজন করেছে। এদিন খানিকটা অভিমানের সুরে মমতা বলেন এরপর থেকে দলের কাজ বেশি করে করবো।

মমতা বলেন, ৫ মাস ধরে নির্বাচনের কাজ চলছে, তাই কোনও কাজ করা যায়নি। রাজ্যে এমারজেন্সির মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিলো। তবে এদিন মমতা আরও জানান, ধর্মের নামে ভোট ভাগাভাগি আমি মানি না। হিন্দু, মুসলিম, শিখদের মধ্যে ভোট ভাগাভাগি মানবো না। তাতে একা থাকতে হলেও থাকবো। আমি হিন্দু ঘরের মেয়ে কিন্তু উগ্র হিন্দুত্ববাদ মানি না। সহনশীলতা থাকা উচিত। রাজনীতির সঙ্গে ধর্ম কখনই মিলবে না।

মমতা সাংবাদিক সম্মেলনে আরও জানান, নির্বাচন কমিশনকে অনেক অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনও লাভ হলো না। মিডিয়া, কমিশন পুরো সিস্টেমের কন্ট্রোল ছিল বিজেপির হাতে। দলনেত্রী আরও বলেন, কলকাতা পুলিশ কমিশনার সহ অফিসারদের সরিয়ে বাংলায় টাকা ঢোকানোর সুবিধা হয়েছে বিজেপির। মমতা প্রশ্ন তোলেন, নির্বাচনের সময় কেন বলা হলো আমাদের পাকিস্তানের চর? সিপিআই (এম) সহ অনেককেই টাকা দিয়েছে বিজেপি। তৃণমূলেরও অনেককে দিয়েছে। আমি ব্যবস্থা নিচ্ছি।

এদিন মমতা আরও বলেন, ভাটপাড়ায় হিংসা করা হয়েছে। ট্রেনে বোমা ছোঁড়া হয়েছে। তবে আমাদের প্রশাসন থাকলে এটা কখনোই হতো না। ধর্মীয় মেরুকরণের জেরেই বাংলায় যে এ বার তৃণমূলের বিপর্যয় হয়েছে তা শনিবার স্বীকার করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়ে দিলেন, সামনে ঈদ আসছে। তিনি অবশ্যই ইফতারে যাবেন। মমতা বলেন, আমি তো মুসলিম তোষণ করি। যে গরু দুধ দেয় তার লাথও খাব।

এদিন সাংবাদিক বৈঠকে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/715863392163772/?t=2

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*