চলতি মাসের শেষে ফের তিনদিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দলের কর্মীদের নিয়ে আগামী ৩১ মে পুরুলিয়ায় কর্মিসভা করবেন তিনি। এরপর প্রশাসনিক বৈঠক হতে পারে। তবে এখনও সেই কর্মসূচি চূড়ান্ত হয়নি। ১ জুন মুখ্যমন্ত্রী যেতে পারেন বাঁকুড়ায়। সামনে পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় সংগঠন চাঙ্গা করে তুলতে তৎপর তৃণমূল নেত্রী।
তৃণমূল সূত্রে খবর, আগামী ৩১ মে সকাল ১০টা নাগাদ পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা রয়েছে। তবে প্রশাসনিক বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেই পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পুরুলিয়ায় তৃণমূল নেত্রীর কর্মিসভার দিনক্ষণ চূড়ান্ত হতেই ব্যস্ততা শুরু পুরুলিয়া জেলা তৃণমূলে। শুক্রবার পুরুলিয়া জেলা তৃণমূলকে দিনক্ষণ জানানোর পরেই জেলা তৃণমূল সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া পুরুলিয়া শহরের উপকণ্ঠে শিমুলিয়ায় ব্যাটারি গ্রাউন্ড পরিদর্শন করেন। শনিবার আরও কয়েকটি মাঠ পরিদর্শনের পরেই কর্মিসভার স্থল চূড়ান্ত করা হবে।
শনিবার কর্মিসভার স্থল চূড়ান্ত করতে রাজ্যের পূর্ত এবং আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক পুরুলিয়ায় পৌঁছন। জেলা তৃণমূলের সভাপতি বলেন, “আরও কয়েকটি মাঠ দেখার পর কর্মিসভার স্থল চূড়ান্ত করবেন মন্ত্রী মলয় ঘটক।” ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম তৃণমূল নেত্রী পুরুলিয়ায় পা রাখবেন। কর্মিসভাকে ঘিরে সোশ্যাল সাইটে প্রচার শুরু করে দিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল। পুরুলিয়া থেকে মমতা যাবেন বাঁকুড়ায়। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ৩১ মে দুপুরে বাঁকুড়ায় পৌঁছবেন। ১ জুন কর্মিসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক বর্মা।
Be the first to comment