“রবীন্দ্রসদনে শায়িত থাকবে কেকে’র মরদেহ, সেখানেই গান স্যালুট”, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রবীন্দসদনে শায়িত থাকবে প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে’র মরদেহ। সেখানে গান স্যালুটের মাধ্যমে শিল্পীকে শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার। বাঁকুড়া থেকে ফিরে দমদম বিমানবন্দরে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ওঁর পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত মরদেহকে আমরা রবীন্দ্রসদনে শ্রদ্ধা জানাই। ৫টা ১৫ মিনিটে যেহেতু ওনাদের ফ্লাইট, তাই রবীন্দ্রসদনে মরদেহ নিয়ে যাব। এখানের বদলে রবীন্দ্রসদনে তাঁকে আমরা গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাব।

বুধবার সকালে বাঁকুড়ার জনসভা থেকে প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে’র প্রয়াণে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কালকে আমরা হারিয়েছি বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভাই কেকে’কে। তাঁর পরিবারের সঙ্গে আমি যোগাযোগ রাখছি। ওঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। চেষ্টা করছি যদি শেষবার দেখা যায়। দমদম বিমানবন্দরে তাঁর স্মৃতির উদ্দেশ্য়ে পুলিসকে দিয়ে গান স্যালুট করাব। তাঁর ওঁর গান আমাদের ছাত্র, যুবদের কাছে খুব প্রিয়। ওঁর অনেক বিখ্যাত গান রয়েছে।

সঙ্গীতশিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে ইতিমধ্যে রবীন্দ্র সদনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। শিল্পীকে শেষশ্রদ্ধা জানানোর প্রস্তুতি শুরু হয়েছে রবীন্দ্র সদনে। বিকেল ৫টা নাগাদ গান স্যালুট দিয়ে বিদায় জানানো হবে শিল্পীকে। এদিন দুপুরে বাঁকুড়ার সভা সেরে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, ময়নাতদন্ত করতে সময় লাগবে। তাই বিমানবন্দরে নয়, বিকেল ৫টা নাগাদ রবীন্দ্র সদনেই তাঁকে গান স্যালুট দেওয়া হবে।

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দেন কেকে। জানা গিয়েছে, অনুষ্ঠান শেষে হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর। তবে আকস্মিক মৃত্যুর কারণ জানতে গায়কের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেকে-র মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*