বাংলার প্রতি বঞ্চনায় ফের সরব মুখ্যমন্ত্রী

Spread the love

১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সঙ্গে যুক্ত হয়েছে বাম আমলের ঋণের বোঝা। সেই আবহে বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে শ্রী শ্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার সঙ্গে যুক্ত হয়েছে বাম আমলের ঋণের বোঝা। ১০০ দিনের কাজের টাকা-সহ একাধিক প্রকল্পের টাকা বকেয়া কেন্দ্রের কাছে। যেখানে এক বছরে রাজ্য সরকারি কর্মীদের বেতন দিতে রাজ্য সরকারের খরচ হয় ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা, সেখানে এখনও কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন খাতে রাজ্যের বকেয়া টাকা পড়ে রয়েছে ১ লাখ ১৫ হাজার কোটি।

রাজ্যের অর্থসচিব মনোজ পন্থ মুখ্যমন্ত্রীকে জানান, গত আর্থিক বছরে সরকারি বেতন দিতে ২০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। নন গভর্নমেন্ট হেড এ মাইনে দিতে খরচ প্রায় ৩৩ হাজার ৯০০ কোটি টাকা। সব মিলিয়ে ৫৪ হাজার কোটি টাকা মাইনে বাবদ খরচ হয়। পেনশন বাবদ রাজ্যের খরচ হয় ২৪ হাজার কোটি টাকা। এই তিন ক্ষেত্র মিলিয়ে ৭০ হাজার কোটি টাকা খরচ হয়।একইসঙ্গে চুক্তিভিত্তিক কর্মীরাও রয়েছেন। সবমিলিয়ে মাইনে দেওয়ার খাতে গত আর্থিক বছরে মোট ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানান তিনি। তখন মুখ্যমন্ত্রী বলেন, দিনদিন খরচ বাড়ছে। তারপর দেনার টাকা শোধ করতে হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*