রাজ্যে IAS-WBCS অফিসাররা একই হারে ভাতা পাবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

নয়া টাউন হলে WBCS অফিসারদের বার্ষিক বৈঠকে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আমলাদের অগ্রাধিকার মুখ্যমন্ত্রীর। তাঁর ঘোষণা, ”এবার থেকে একই হারে ভাতা পাবেন রাজ্যের IAS,WBCS অফিসাররা।” IAS,WBCS-এর মধ্যে বৈষম্য ঘোচানোর প্রচেষ্টা বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রাজ্যে WBCS অফিসারদের পদ বাড়াতে জেলার সংখ্যা আরও বাড়ানোর ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্যের সংখ্যা ২৩, যা বেড়ে হতে পারে ৪৬।

বৃহস্পতিবার পুনর্নির্মিত টাউন হল উদ্বোধনের পর WBCS অফিসারদের নিয়ে সেখানে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিন আমলাদের কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ”আমলারাই রাজ্যের মুখ। করোনাকালে খুব ভালো কাজ করেছেন তাঁরা।” বিশেষত তিন জেলার জেলা শাসকের কথা তিনি আলাদা করে উল্লেখ করেন।

এদিনে্র বৈঠকে কী কী ঘোষণা করেছেন তিনি তা এক ঝলকে দেখে নেওয়া যাক

১.   রাজ্যে জেলার সংখ্যা বাড়বে। বেশি জেলায় কাজের সুবিধা হবে।

২.   আমলাদের দ্রুত পদোন্নতি হবে।

৩.   আইএএস-ডাব্লুবিসিএস দের অবসরকালীন সুবিধায় ফারাক থাকছে না।

৪.   স্পেশাল অ্যালাউন্স পাবেন আমলারা।

৫.   সিনিয়র এবং দক্ষ ডাব্লুবিসিএস অফিসারদেরও সেক্রেটারি পদে নিয়োগ করা হবে।

৬.   আমলাদের স্থানীয় ভাষা ভাল করে বুঝতে হবে।

৭.   স্থানীয়দের বেশি করে চাকরিতে সুযোগ।

৮.   ডাব্লুবিসিএস অফিসারদের বছরে একবার হেলথ চেক আপ বাধ্যতামূলক করা হল।

৯.   ১০০ দিনের কাজের টাকা মেটায়নি কেন্দ্র।

১০.  ডাব্লুবিসিএস এ পদ বাড়ানো হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, WBCS অফিসারদের জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে। এর জন্য বাড়ানো হতে চলেছে জেলার সংখ্যাও। বাংলায় জেলার সংখ্যা বেড়ে ২৩ থেকে ৪৬ হতে পারে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এই বিষয়ে রাজ্যের থেকে আগে সবুজ সংকেত পাওয়া গেলেও অফিসারের অভাবে করা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলে এসেছেন, জেলা ভাগ করলেই হয় না বাড়তি অফিসার লাগে।জেলা ভাগ হলে WBCS অফিসারের পোস্ট বাড়বে।

একইসঙ্গে এদিনের অনুষ্ঠানে দাঁড়িয়ে রাজ্যের আমলাদের জন্য একাধিক ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, WBCS অফিসারদের উন্নতির কারণে অনেক সময় বেতন ঊর্ধ্বসীমা ছুঁয়ে ফেলে। সেরকম অফিসারদের মাসিক ১০ হাজার টাকা করে বিশেষ ভাতার ঘোষণা মমতার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*