পয়গম্বর হাওড়ার উত্তাল পরিস্থিতির জন্য বিরোধীদেরই নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে টুইট করে মমতা জানান, কিছু রাজনৈতিক দল ইচ্ছে করে দাঙ্গা করাতে চায়। কিন্তু এসব কিছুতেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও টুইটে জানান মমতা।
পয়গম্বর নিয়ে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর থেকেই গত দুদিন ধরে উত্তপ্ত হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। অশান্তি ঠেকাতে ইতিমধ্যেই উলুবেড়িয়া মহকুমায় ১৫ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত গোটা জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবারই রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা বা আধাসেনা নামানোর দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, ভোটের দিকে তাকিয়ে রাজ্য সরকার ইচ্ছে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে গা লাগাচ্ছে না।
হাওড়ায় হিংসার ঘটনায় শনিবার টুইট করে বিরোধীদেরই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়। কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’
বৃহস্পতিবার হাওড়ায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের পর মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন এ ধরনের প্রতিবাদ না জানানোর জন্য। অবরোধ তুলতে হাত জোড় করে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। অবরোধকারীদের প্রতি আবেদন ছিল, যার যা অভিযোগ তা যেন তাঁরা শান্তিপূর্ণ উপায়ে থানায় গিয়ে জানান। যাতে আইনত পদক্ষেপ করা যায়।
নবান্নে মমতা বলেন, শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানান। প্রয়োজনে ওই দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁদের গ্রেফতারির দাবি তুলুন। কিন্তু কোনও ভাবে দাঙ্গার পরিস্থিতি তৈরি করবেন না। বাংলাকে অশান্ত করবেন না। বিজেপির উপর রাগ করে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলবেন না। কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করেই শুক্রবারও দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয় গোটা হাওড়া জেলায়। পথ অবরোধের পাশাপাশি রেললাইনে অবরোধ, ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে।
Be the first to comment