সোমবার ২৭শে নভেম্বর ২০১৭ হিন্দি কবি হরিবংশ রাই বচ্চনের ১১০ তম জন্মবার্ষিকী, স্বাধীনতা সংগ্রামী এবং লোকসভার প্রথম স্পিকার জি.ভি.মাভালাঙ্কারের ১২৯তম জন্মদিন। অন্যদিকে বাঙালী কবি যতীন্দ্র মোহন বাগচীর ১৩৯ তম জন্মদিন। এছাড়াও এদিন বিশিষ্ট সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর ৬৫তম জন্মদিবস। সোমবার সকালে বিশিষ্ট ব্যক্তিত্ত্বদের জন্মদিনে সবাইকে শ্রদ্ধাজ্ঞাপণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, হিন্দি কবি হরিবংশ রাই বচ্চনের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে সম্মান জানাই। পাশাপাশি এদিন স্বাধীনতা সংগ্রামী এবং লোকসভার প্রথম স্পিকার জিভি মাভালাঙ্কারের ১২৯ তম জন্মদিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন স্বাধীনতা সংগ্রামী ও লোকসভার প্রথম স্পিকার জিভি মালাঙ্কারের জন্মবার্ষিকী উপলক্ষে ওনাকে স্মরণ করছি। সোমবার বাঙালী কবি যতীন্দ্র মোহন বাগচীর ১৩৯ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন কবিকে তাঁর জন্মদিনে স্মরণ করছি। এছাড়াও এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিংয়ের মৃত্যুদিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপণ করেন মুখ্যমন্ত্রী। তিনি ট্যুইটারে লেখেন, অত্যন্ত দুখের সঙ্গে ওঁনাকে স্মরণ করছি।
মঙ্গলবার বিশিষ্ট সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর ৬৫ তম জন্মদিন। তাঁকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। সঙ্গীত পরিচালকের জন্মদিনে মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন জন্মদিনে শুভেচ্ছা। বাপ্পি লাহিড়ীকে সঙ্গীত সম্মান এবং মহানায়ক সম্মান প্রদান করে আমরা নিজেরাই সম্মানিত।
Be the first to comment