মাসানুর রহমান,
আজ যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরের রাসমাঠে নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় তিনি বলেন, সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। তিনি আরোও বলেন যে বহরমপুর, জঙ্গিপুরে বিজেপি কংগ্রেসকে সুবিধা করে দিয়েছে এবং যাদবপুরে সিপিএমের সাথে বিজেপির সমঝোতা আছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই, ওরা বাংলায় একটা আসনও পাবে না। সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। বিজেপিকে গণতন্ত্রের কবর দিন আর তৃণমূলকে দেশ গড়তে দিন। তিনি আরোও বলেন, ৩৪ বছরের সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে আমাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি। তৃণমূল কংগ্রেসের শুরু যাদবপুর কেন্দ্র থেকে।
এদিন তিনি বলেন, নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে লাইনে দাঁড়িয়ে বলাচ্ছে বিজেপিকে ভোট দিতে, ঘরে ঢুকে লোককে মারছে। আমরা এর বিরুদ্ধে এফআইআর করেছি। হাওড়ায় বুথে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী, আজও চাj3লিয়েছে। কষ্ট করে নির্বাচন করতে হয়, আমাদের বিজেপির মত টাকা নেই। সংস্কারের জন্য লড়াই করছি ১৯৯৫ থেকে।
Be the first to comment