“পুলিশকে বলেছি স্বতঃপ্রণোদিত মামলা করতে”: সন্দেশখালিকাণ্ডে ফের সরব মমতা

Spread the love

হাতে আর মাত্র ক’টা দিন। লোকসভা নির্বাচনের সলতে পাকানোর কাজও প্রায় শেষ করে ফেলেছে সব রাজনৈতিক দলই। শেষ মুহূর্তের প্রচারে জোরকদমে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দলই। মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। এই জল্পনা শোনা যাচ্ছেই। এরইমধ্যে সিউড়িতে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই সন্দেশখালি কাণ্ড নিয়ে ফের মুখ খুলতে দেখা গেল তাঁকে। মমতা এদিন সাফ বললেন, সন্দেশখালিতে কেউ কেউ তিলকে তাল করছেন। কোনও মহিলা এখনও এফআইআর করেননি। আইন আইনের পথে চলুক। বিচারের আগে অনেকে অনেক কথা বলছে। আমি পুলিশকে বলেছি স্বতঃপ্রণোদিত মামলা করতে।

মমতা বলেন, “আমি পুলিশের টিম পাঠাব। যা অভিযোগ তাঁদের বলবেন। আমাদের ব্লক প্রেসিডেন্টরা অ্যারেস্ট হয়েছে। কোনও অভিযোগ হয়নি। আমি সুয়োমোটো করতে বলেছি। আমি কী পারি না গদ্দারদের অ্যারেস্ট করতে! একটু ছাড় দিয়ে রেখেছি।”  পাশাপাশি এদিন ফের একশোদিনের টাকা বন্ধের অভিযোগে কেন্দ্রকে দুষলেন মমতা। বলেন, যখন কেউ বলে বাংলায় কাজ হয়েছে কোথায়? আমি তখন বলি দেখতে পাও না ৩৪ বছর সিপিএম ছিল কী করেছে! বিজেপি ১৮টা সাংসদ নিয়ে গিয়েছে। কী করেছে? ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। এছাড়াও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা আরও বলেন, সব ট্যাক্স তুলে নিয়ে যায় কেন্দ্র। এ তো মাছের তেলে মাছ ভাজা। এরপরেই একশোদিনের টাকা দেওয়া নিয়ে বলেন, মমতা স্পষ্ট বলেন, ১০০ দিনের কাজে যাঁরা টাকা পায়নি তাঁদের এই মাসের ২৬ তারিখ থেকে টাকা দেবে রাজ্য। কেন্দ্রের কাছে আর হাত পাতব না। আমাদের টাকা তুলে নিয়ে যেতে পারবে না। রাজ্যের টাকা রাজ্যেই থাকবে। 

বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, সিউড়িতেও নানান চক্রান্ত চলছে। বীরভূমেও চলছে। আজকে কেষ্টকে জেলে ভরে রেখে দিয়েছে। কিন্তু মানুষের মন থেকে মুছতে পারে নি। একই অভিযোগ আপনাদের নেতার বিরুদ্ধে রয়েছে। ব্যবস্থা নিয়েছেন? এরপরই একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয় মমতার হাত ধরে। ২১৬টি প্রকল্পের উদ্বোধন ও ৭২৩টি প্রকল্পের শিলান্যাসের তথ্য তুলে ধরা হয় এদিন। একইসঙ্গে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়েরও উদ্বোধন করেন মমতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*