বাবুল-দেবশ্রীরা আজ খারাপ হয়ে গেলেন, কেন্দ্রীয় মন্ত্রীসভার রদবদল নিয়ে কটাক্ষ মমতার

Spread the love

কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘কী কারণে মন্ত্রিসভার রদবদল হচ্ছে, তা বলতে পারব না। এটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত।’ মমতার আরও সংযোজন, ‘কাকে মন্ত্রী করবে, কাকে করবে না, কাকে ঘাড় ধাক্কা দেবে সেটা ওদের ব্যাপার। এখন বাবুল খারাপ হয়ে গেলেন। রাজবংশী মহিলা সাংসদও খারাপ হয়ে গেলেন। আসলে তাঁদের বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে। যে সমস্ত মানুষকে নিয়ে এখন বাড়াবাড়ি হচ্ছে, তাঁরা কখনও মানুষের কাজে লাগবে না।’

এদিকে,কোভিড পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের ইস্তফা নিয়েও এদিন মন্তব্য করেন মমতা। কটাক্ষের সুরে তিনি বলেন, বিজেপি করোনাকে একটুও গুরুত্ব দেয় না। তাহলে দেশে সেকেন্ড ওয়েভ হত না। তাঁরা কেবলমাত্র রাজনীতি করে। রাজনীতিকেই গুরুত্ব দেয়। নাহলে দেশের সকল মানুষ এতদিন ভ্যাকসিন পেয়ে যেত।’

মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রীর পদে ছিলেন বাবুল। আসানসোলের সাংসদ প্রথম মোদীর মন্ত্রিসভাতেও ছিলেন বাবুল। এছাড়াও বাংলা থেকে আগেই ইস্তফা দিয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী।

সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন ৪৩ জন নতুন মুখ। বড়সড় বদল আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়। বুধবার তার সরকারিভাবে ঘোষণার আগেই সামনে আসে কেন্দ্রে বাড়তে চলেছে আরও একটি মন্ত্রক- ‘Ministry of Cooperation‘। সমবায় আন্দোলনকে আরও মজবুত করতেই সরকারে জুড়ল এই মন্ত্রক। দেশে সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেই উদ্যোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*