BJP বিরোধী জোট নিয়ে প্রথম থেকেই উদ্যোগী চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যেই কুমারস্বামী, স্ট্যালিন, অখিলেশ যাদব ও মায়াবতীর সঙ্গে বৈঠক করেছেন চন্দ্রবাবু নাইডু। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। ২২ নভেম্বর দিল্লিতে অন্ধ্রপ্রদেশ ভবনে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করতে উদ্যোগী চন্দ্রবাবু নাইডু। সেই মর্মে তিনি আমন্ত্রণও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তিনি থাকতে পারবেন না বলে জানিয়েছেন। তার বদলে প্রতিনিধি পাঠানোর আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্রী।
Be the first to comment