মোদীকে পাল্টা দিলেন মমতা, নিজেই হাতে তুলে নিলেন ছাতা

Spread the love

মঙ্গলবার নরেন্দ্র মোদীর সঙ্গে আধঘণ্টা বৈঠক সেরে বাইরে বেরিয়ে এসে দিল্লির সাংবাদিকদের মন জয় করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তারক্ষী থাকতেও নিজের ছাতা নিজে হাতেই ধরলেন। সাংবাদিকদেরও বললেন, “বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। আপনারা ছাতা নিয়ে নিন।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই ভাইরাল হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি ৷ বাদল অধিবেশনের শুরুতে সংসদ ভবনে হাতে ছাতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নরেন্দ্র মোদী। বিজেপির সমস্ত স্তরের নেতারা সেই ছবি পোস্ট করতে শুরু করেন ৷ তাঁদের বক্তব্য ছিল, ছাতা ধরার জন্য কারও সাহায্য দরকার পড়ে না। প্রধানমন্ত্রী নিজেই নিজের ছাতা ধরতে পারেন। তাঁরাও এই বিষয় নিয়ে কটাক্ষ করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তবে মঙ্গলবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করার সময় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ছাতা হাতে দাঁড়িয়ে আছেন। নিতান্তই সাধারণের ব্যবহার্য ছাতাটি, মালিন্য নেই, তবে জাঁকজমও নেই। সাংবাদিক সম্মেলন শুরুর আগে বারবার সাংবাদিকদের উদ্দেশ্যে করে তাঁকে বলতে শোনা গেল, “ছাতা নিয়ে নিন আপনারা। ছাতার নীচে আসুন। জ্বর আসবে।”

এদিকে তৃণমূল রাজ্য সম্পাদক কুনাল ঘোষ ঘটনাটি দেখেছেন টিভি খুলেই। উচ্ছ্বসিত হয়ে বলে ফেললেন, “এটা ট্রেলার। ২০২৪-এ গোটা  দেশের মাথায় ছাতা ধরবেন তিনি।” কুনাল ঘোষের কথায়, “বিজেপির কোনও কাজ নেই। সব জিনিস কপি করে। স্কিম কপি করে। অথচ দেখুন স্কিমগুলির জন্য বাংলা কিন্তু প্রথম পুরষ্কার পায়। আজ নিজেই নিজের ছাতা নিয়ে মমতা বন্দোপাধ্যায় দাঁড়িয়েছেন। বন্যায় এগিয়ে যেতে যেতেন। আসলে শুধু ট্যুইট মালব্য আর ডিজিটাল মার্কেটিং দিয়ে হয় না। ভাইরাল করে সবটা হয় না। হেলিকপ্টার থেকে বন্যা দেখা আর পা ভেজানো জলে এক জিনিস নয়।”

প্রায় ১৫ মিনিটের সাংবাদিক সম্মেলন চললো সাউথ অ্যাভিনিউতে। সারাটা সময় বৃষ্টি পড়তে থাকে এবং গোটা সময়টাই বাম হাতে ধরে থাকলেন এবং ডান হাতে মাইক নিয়ে জাতীয় সংবাদমাধ্যমের সামনে সব প্রশ্নের উত্তর দিয়ে গেলেন অবলীলায়। নিরাপত্তারক্ষীরা সজাগ থাকলেও মমতা বন্দোপাধ্যায় ওটুকু নিজেই করে নিলেন। বুঝিয়ে দিলেন, তিনি তো নীচুতলা থেকে উঠে আসাদেরই একজন। ছাতা ধরার জন্য অন্য কাউকে লাগবে না তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*