তীব্র দহন। সঙ্গে চিন্তা বাড়াচ্ছে কোভিড। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গরম থেকে বাঁচতে
• ওআরএস
• নুন-চিনি-লেবুর জল
• রোদে বেরোলে সুতির চাদরে মাথা ঢাকা
• প্রয়োজন ছাড়া প্রবল তাপে রাস্তায় না বেরনো
কোভিড সংক্রমণ নিয়েও বাংলার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
• জনবহুল স্থানে মাস্ক পরা
• যতটা সম্ভব কোভিড বিধি মেনে চলা
• হাত বারবার ধোয়া
• স্যানিটাইজার ব্যবহার করা
মুখ্যমন্ত্রী জানান, ‘‘গরমে রোগের পরিক্রমা শুরু হয়। তাই পারলে আপনারা মাস্ক পরবেন। ভিড় এড়িয়ে চলবেন। ঈদের পর আমিও মাস্ক পরতে শুরু করব। আমার বেশ কয়েকটা ইফতারের নেমন্তন্ন আছে। সেগুলো মিটলে আমিও মাস্ক পরব।’’
এই মুহূর্তে রাজ্যে ৪৯ জন কোভিড রোগী হাসপাতালে ভর্তি বলে জানান মমতা। তাঁদের মধ্যে ৯ জনের অক্সিজেন সরবরাহের প্রয়োজন হচ্ছে। তবে, কারও ভেন্টিলেশনের দরকার হচ্ছে না। কোভিড পরিস্থিতি নিয়ে এখনই কোনও চিন্তার কারণ নেই বলেই মত মুখ্যমন্ত্রীর।
Be the first to comment