মুখ্যমন্ত্রীর উদ্যোগেই দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে মঙ্গলবার, সেই নির্মীয়মাণ মন্দির পরিদর্শন করলেন মমকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। মন্দিরের কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী। তিনি জানান, একবছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।
এদিন, কর্মী সম্মেলনের পরে সূচি মতো দিঘা স্টেশনের কাছে নির্মীয়মাণ মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এক বছরের মধ্যেই কাজ শেষ হবে। এই মন্দিরের উচ্চতা পুরীর মন্দিরের সমান হবে এই মন্দির। তবে, বিগ্রহ পুরীর মতো নিমকাঠের না হয়ে, করা হবে মার্বেলের। হিডকো এই কাজটা করছে বলে জানান মুখ্যমন্ত্রী।
কিছুদিন আগে তাঁর ওড়িশা সফরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক পুরীর মন্দিরের দেওয়া রেপলিকাটি দিঘার মন্দিরেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর দয়িয়াপতি যে ছবি দিয়েছিলেন তাও সেখানে দেন তিনি।
এরপরেই দিঘার সৈকতে বেশ কিছুটা হাঁটেন তিনি। সেখানে উপস্থিত সবার সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
Be the first to comment