শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল ইস্যুতে সোমবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেল করে শ্রী সিমেন্ট কর্তা লাল-হলুদের সঙ্গে সম্পর্ক ছেদের কথা সরকারিভাবে জানানোর পরই উত্তাল বাংলায় ময়দান। সেই আঁচ পড়ল নবান্নের সাংবাদিক বৈঠকেও। ইস্টবেঙ্গল ক্লাবের ইস্যু উঠতেই বিনিয়োগকারী সংস্থার প্রতি কার্যত একরাশ ক্ষোভ ঝরে পড়ল মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, ‘একটা ক্লাবকে এতদিন ধরে ঝুলিয়ে, তারপর শেষে বলছে আমি কিছু করতে পারব না। পারব না ছেড়ে চলে যাচ্ছি- এসব কেন বলছে লগ্নিকারী সংস্থা?’
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী বলেন,’একেবারে শেষ মুহূর্তে ইনভেস্টররা আমাকে চিঠি দিয়ে জানাচ্ছে তারা আর কিছু করতে পারবেন না। এটা অত্যন্ত খারাপ। আমরা প্রত্যেকে দুঃখিত ও বিরক্ত। তাহলে আপনারা এতদিন ধরে কথা চালালেন কেন? এমনকী আমার সঙ্গেও দেখা করে বলে গিয়েছিল ১৬ তারিখে খুলে যাবে। তারপর এমন কী ঘটল? যার জন্য তারা বলে দিচ্ছে পারব না চালাতে। ছেড়ে চলে যাচ্ছে!’
মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলেছিলেন তিনি চান, কলকাতা ময়দানের সব দল আইএসএল খেলুক। এদিনও তাঁর মন্তব্য, ‘মোহনবাগান খেলছে বলে আমি খুশি, আমি চাই ইস্টবেঙ্গলও খেলুক। আমার মনে হয়, ক্লাবের এমন সময়ে সবারই এগিয়ে আসা উচিত।’
Be the first to comment