রাজ্যবাসীকে খোলা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চিঠিতে মূলত সম্বোধন করা হয়েছে রাজ্যের কৃষকদের । শেষে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন রাজ্যের কৃষকরা । জানা গিয়েছে, রাজ্যের ৭ লাখ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজই কেন্দ্রের ওই প্রকল্পের প্রথম কিস্তির ২০০০ টাকা সরাসরি ঢুকতে চলেছে । কেন্দ্রের এই আর্থিক সুবিধা পেতে বাংলার কৃষকদের জন্য লড়াই চালিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার । তা জানিয়েই এই খোলা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
চিঠিতে কৃষকদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, কেন্দ্রের প্রকল্পে এরাজ্যের কৃষকদেরও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল সরকার । এই ব্যাপারে একাধিক কাজও করেছে বাংলার সরকার । তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দিল্লির সরকার দীর্ঘ টালবাহানা করছিল ৷ পিএম কিষাণ নিধি প্রকল্পে কৃষকদের ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও, তা দেওয়া হচ্ছে না বলে চিঠিতে দাবি করেছেন মুখ্যমন্ত্রী । সেই তুলনায় অনেকটাই কম পাচ্ছেন কৃষকরা ৷ কৃষকদের উদ্দেশে বলেন, এইটুকুও পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম ।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অষ্টম কিস্তির টাকা ঢুকতে চলেছে এ রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টেও । আজ অক্ষয় তৃতীয়া ও ঈদের দিনে বাংলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্রীয় সাহায্যের টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছে মোদী সরকার । পিএম কিষাণ নিধির সপ্তম কিস্তির টাকা গত ২৫ ডিসেম্বর দেওয়া হয়েছিল । ২০১৯ সালে এই প্রকল্পটি চালু করে মোদি সরকার । কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়াই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল । এই প্রকল্পে বছরে ৬ হাজার টাকা করে পেয়ে থাকেন কৃষকরা ।
এদিকে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও তাঁরা পাচ্ছেন অনেক কম । তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্য সরকার লড়াই না করলে কেন্দ্রের এই সাহায্যটুকুও কৃষকরা পেতেন না ।
Be the first to comment