কথা রাখলেন, দিঘার ব্যবসায়ীদের ‘বিশেষ উপহার’ মুখ্যমন্ত্রীর

Spread the love

ইয়াস ঝড়ে বিপর্যস্ত দিঘার পাশে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে দেখেছিলেন সমুদ্রের পাড়ের পরিচিত মাছভাজা কিংবা এগ রোলের অস্থায়ী দোকানগুলির বিপর্যয় চিত্র। এবার ব্যবসায়ীদের কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্থ স্টল মেরামতি করে সেগুলিরও উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিসে রাজ্যের মৎস্যমন্ত্রী, জেলাশাসক সহ অন্য আধিকারিকরা।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে ৫০টি ট্রলি দিচ্ছে পর্ষদ। সম্পূর্ণ বিনামূল্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সেই ট্রলি ভ্যান তুলে দেওয়া হল এদিন। প্রসঙ্গত, ইয়াস বিধ্বস্ত দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র দিঘাকে আগের মতো সাজিয়ে তুলতে হবে। স্থানীয় প্রশাসনকে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেইমতো তৎপরতার সঙ্গে কাজ করেছে প্রশাসন। পূর্ব মেদিনীপুরের অন্য জায়গার উন্নয়ন কার্য শুরু হয়েছে ইতিমধ্যেই।

চলতি বছরের ২৮ মে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্র গিয়েছিলেন দিঘা পরিদর্শনে। প্রশাসনিক বৈঠক দ্রুত সেরেই সমুদ্র পাড়ে চলে গিয়েছিলেন তিনি। পরিদর্শন করেছিলেন তছনছ হয়ে যাওয়া ওল্ড দিঘার বিচ। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অন্য আধিকারিকরা। দিঘার সৈকত সরণী ঘুরে সমুদ্র লাগোয়া বাজার এলাকায় গিয়েছিলেন মমতা। সেখানে ক্ষতিগ্রস্ত দোকানগুলি ঘুরে দেখেছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*