সৌরভকে পাশে নিয়ে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক :- প্রতিবছরের মতো এই বছরও জাঁকজমকের সঙ্গে শুরু হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ বুধবার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ অনুষ্ঠানে হাজির অভিনেতা দেব, শত্রুঘ্ন সিনহা৷ রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সহ আরও অনেকে৷

এদিন শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়দের পাশে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে KIFF-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন তারকা সাংসদ দেবও। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, শতাব্দী রায়, সহ আরও অনেকে। সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানান তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়কেও সংবর্ধনা জানানো হল। রঞ্জিৎ মল্লিক, দীপঙ্কর দে-কে সংবর্ধনা জানান রুক্মিণী মৈত্র। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হচ্ছে তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষও পালিত হচ্ছে এবারের উৎসবে। বিশেষ শ্রদ্ধা জানানো হচ্ছে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম হালদারের মতো ব্যক্তিত্বকে। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স (France)। প্রতিযোগিতা বিভাগে মোট ছবির মনোনয়ন জমা পড়ে ২৪৫৯টি। প্রতিযোগিতায় মনোনীত হয়েছে ৪২টি পূর্ণ দৈর্ঘের ফিচার ছবি, ৩০টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। নন কম্পিটিশন বিভাগে রয়েছে ১০৩টি ছবি। অংশগ্রহণ করেছে ২৯টি দেশ। ২০টি জায়গায় দেখানো হবে ছবিগুলি। দেখানো হবে মোট ১৭৫টি ছবি। যেহেতু এবারের ফোকাস দেশ ফ্রান্স। তাই ২১টি ফ্রেঞ্চ ছবি দেখানো হবে এবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*