‘ওদের রাজনীতির রথ, আমাদের মানুষের পথ’- মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love
মুখ্যমন্ত্রী এদিন আর কী বললেন তা সংক্ষিপ্তাকারে দেওয়া হলো-
  • দুর্দিনে যারা আমাদের পাশে ছিলেন, তাঁদের ডেকে আনুন।
  • শুধু আমি করব আর কেউ করবে না, এটা হবে না।
  • মানুষের পাশে না থাকলে দল পাশে থাকবে না।
  • বিজেপির কাছে CPI(M) পার্টি বিকিয়ে গেছে।
  • বামপন্থীদের মধ্যে কেউ ভালো লোক থাকলে টেনে আনবেন।
  • বামপন্থীদের একটা অংশকে আমি সম্মান করি। কিন্তু, তাঁদের সম্মান করি না, যাঁরা খুন খারাপির রাজনীতি করে।
  • ব্যক্তি স্বার্থের কথা ভাবলে চলবে না। দলের স্বার্থের কথা ভাবতে হবে।
  • শান্তি বজায় রাখুন, গণ্ডগোল করবেন না।
  • রাবণ কখনোই শুভর প্রতীক হতে পারে না।
  • তৃণমূল কংগ্রেস এখন আর ছোট চারা গাছ নয়, বটবৃক্ষ।
  • অসম ও ঝাড়খণ্ডে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস।
  • ত্রিপুরা ও অসম দেখবেন ফিরহাদ হাকিম, মহারাষ্ট্র দেখবেন দীনেশ ত্রিবেদি, বিহারের দায়িত্ব থাকবে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংহের হাতে।
  • মণিপুর ও মিজ়োরামের দায়িত্ব সামলাবেন ডেরেক ও’ব্রায়েন।
  • অসমের পরিস্থিতি খুব খারাপ।
  • EVM নিয়ে অনেক কারচুপি করে।
  • ওরা যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছে এর আগে কেউ করেনি।
  • মাওবাদীদের নিয়ে চলছে বিজেপি।
  • বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের নেতাদের আরও দায়িত্ব নিতে হবে।
  • দক্ষিণ দিনাজপুরের জেলা নেতাদের আরও সক্রিয় হতে হবে।
  • আগামী দিনে দেশকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস বিশেষ ভূমিকা নেবে।
  • এলাকায় একটিই পার্টি অফিস থাকবে।
  • স্ট্যাচু বানাতে বানাতে বিজেপি এবার নিজেরাই স্ট্যাচু হয়ে যাবে।
  • জনগণের পাশে থাকবো, জনগণের কাজ করবো; আর দেশ থেকে বিজেপিকে তাড়াবো।
  • বিজেপির রথ শীততাপ নিয়ন্ত্রিত।
  • ওদের রাজনীতির রথ, আমাদের মানুষের পথ।
  • বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।
  • দলের জন্মদিন উপলক্ষে ১লা জানুয়ারি থেকে অনলাইনে যদি কেউ চাঁদা দিতে ইচ্ছুক হন, তাহলে ৫০,১০০ ও হাজার টাকা দিতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*