সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনে বিজেপিকে নির্মূল করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস ৷ আর তাই তো শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কনভেনশনে ১৯ জানুয়ারি ব্রিগেডে সমাবেশের ডাক দিয়ে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন, বামপন্থী নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বামপন্থীদের মধ্যেও ভাল লোক আছেন’।
এদিন, তৃণমূলের বর্ধিত সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা জানান, বিজেপির মত টাকা নেই তৃণমূলের ৷ বিজেপির কাছে সিপিএম বিক্রি হয়েছে ৷ বামপন্থীদের মধ্যেও ভাল লোক আছেন, তাঁরা তৃণমূলে আসতে চাইলে স্বাগত ৷ মমতা আরও বলেন, ইভিএম ভাল করে যাচাই করতে হবে ৷ ৩ বার ইভিএম যাচাই করতে হবে ৷ ভোটার তালিকার দিকে নজর দিন ৷ ইভিএমে কারচুপি চায় বিজেপি ৷ দলের যুব নেতাদের নির্দেশ দিয়ে মমতা বলেন, ৩০টি করে দেওয়াল লিখতে হবে ৷ ১৯ জানুয়ারি থেকে বুথে বুথে বৈঠক ৷ দেওয়াল লিখনে জোর দিন ৷
মমতার কথায়, দু’-একটি দল ছাড়া সবাই আসবে ৷ ১৯ জানুয়ারি ব্রিগেডে অনেক দল আসবে ৷ আমার ছবির ব্যবহার পছন্দ করি না ৷ নিজের ছবি টাঙিয়ে দলের প্রচার নয় ৷ বামফ্রন্ট এখন সাইনবোর্ড ৷ আদর্শবাদী বামপন্থীদের পছন্দ করি ৷ সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়তি দায়িত্ব নিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনের কথা মাথা রেখে এদিন মুখ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রদেশে ভোটে লড়বে না তৃণমূল ৷ ঝাড়খণ্ডে তৃণমূলস্তর থেকে কাজ করুন ৷ ঝাড়খণ্ড দেখবে অরূপ বিশ্বাস, শুভেন্দু ৷ অসমের পরিস্থিতির দিকে নজর দিন, কোচবিহার, জলপাইগুড়ির নেতাদের নির্দেশ দিলেন মমতা।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী জানান, কিষাণগঞ্জ,ওড়িশার দায়িত্বে শুভেন্দু, মণিপুরের দায়িত্বে ডেরেক ও’ব্রায়েন, মহারাষ্ট্রের দায়িত্বে দীনেশ ত্রিবেদী। ওড়িশার কয়েকটি আসনে তৃণমূল লড়বে ৷ বিহার দেখবে অর্জুন সিং ৷ প্রতি মাসে সব রাজ্যের রিপোর্ট নেব ৷ অসম ও ঝাড়খণ্ডে প্রার্থী দেবে তৃণমূল ৷
মমতা আরও বলেন, কারা অস্ত্র নিয়ে এলাকায় ঘুরছে? কারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে? এলাকায় নজর রাখতে হবে কর্মীদের ৷ খবর পেলেই থানায় জানান ৷ পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে ৷ দার্জিলিং শান্ত রাখতে চায় না বিজেপি ৷ জঙ্গলমহল ভাল থাকুক চায় না বিজেপি ৷ মাওবাদীদের ঢোকাচ্ছে বিজেপি ৷
Be the first to comment