গত সপ্তাহে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাতের পরে এবার এই সপ্তাহে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তার আগে পুরীর মন্দিরে পুজো দেবেন তিনি। মঙ্গলবারই ৩দিনের ওড়িশা সফরে রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো।
একনজরে মমতার সফরসূচি-
• মঙ্গলবার সন্ধেয় ভুবনেশ্বর পৌঁছবেন মমতা। ওইদিন রাতে ভুবেনেশ্বরে থাকার কথা।
• বুধবার সকালে পুরীর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এর আগেও ওড়িশা সফরে জগন্নাথধামে পুজো দিয়েছিলেন তিনি।
• বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কয়ের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।
• বৃহস্পতিবার বিকেলেই কলকাতার ফেরার কথা মমতার।
এই মুহূর্তে জাতীয় রাজনীতির প্রেক্ষিতে আঞ্চলিক দলের গুরুত্ব অনস্বীকার্য। গত সপ্তাহে সমাজবাদী পার্টির নেতা অখিলেশের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। অখিলেশও আঞ্চলিক শক্তির উত্থানের উপর জোর দেন। এবার নবীন পট্টনায়া- মমতা বন্দ্যোপাধ্যায় কী আলোচনা হয়, সেটাই দেখার।
তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশা সফরের বিশেষ চমক হতে চলেছে পুরীতে বাংলার গেস্ট হাউস গড়ে তোলা। কোন এলাকায় গেস্ট হাউস করা যেতে পারে সেই বিষয়ে রাজ্যের পূর্ত দফতরের আধিকারিকরা প্রস্তুতি নিয়ে ফেলেছে। নকশাও কার্যত চূড়ান্ত করে ফেলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এবারের মমতার ওড়িশা সফরে সেই বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
Be the first to comment