জাম্বনীর সভা থেকে আবারও শবর মৃত্যু নিয়ে সরব হলেন মমতা

Spread the love

আগেই বিধানসভায় বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিলেন জঙ্গলমহলে ৭জন শবরের মৃত্যুর কারণ অনাহার নয়। জেলা সফরের প্রথমদিনে ঝাড়গ্রামের জাম্বনীর সভা থেকে ফের এই ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন ব্যবস্থার মাধ্যমে কত পরিমাণ খাদ্য শস্য জেলাবাসী পান, তার খতিয়ানও দেন তিনি। একই সঙ্গে তিনি জানান, খাদ্য দ্রব্য বেশি পাওয়ার কারণে, অনেকে অসৎ উপায়ে তা বিক্রি করে দিচ্ছে।

৭ জন শবরের মৃত্যু নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল বিরোধীরা। সেই প্রসঙ্গেই তিনি বলেন, জঙ্গলমহলের পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আগে প্রতিদিন সেখানে খুন হত। এখন খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সবই পাচ্ছেন স্থানীয়রা। মুখ্যমন্ত্রীর দাবি, পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে এখানে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হওয়ার করাণে সেখান থেকে অনেকেই এ রাজ্যে চিকিৎসা করাতে আসেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে এদিনও ছিল ধর্ম নিয়ে রাজনীতির প্রসঙ্গ। বিজেপির নাম না করলেও, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে বিভেদের রাজনীতি চলছে। তাঁর মতে, ‘ওদের রাম থাকলে, আমাদের দুর্গা আছে।’ এমনকী, কেউ উস্কানি মূলক মন্তব্য করলে, তিনি কন্যাশ্রীর মেয়েদের এগিয়ে গিয়ে প্রতিবাদ করতেও বলেন। কন্যাশ্রীর পাশাপাশি সবুজসাথী, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আদিবাসীদের জমি রক্ষায় আইন করেছে সরকার। কোনও কোনও রাজনৈতিক দল আদিবাসীদের মধ্যে বিভাজনের চেষ্টা করছে বলে কটাক্ষ করেন মমতা। তাঁর অভিযোগ, নির্বাচন এলেই মাহাত ও কুর্মীদের মধ্যে লড়াই বাধিয়ে দেওয়া হচ্ছে। আদিবাসীদের ভাষার স্বীকৃতি দিয়েছে সরকার। ঝাড়গ্রামকে নতুন জেলা করা হয়েছে।

তবে, একই সঙ্গে দলীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে, তৃণমূল নেত্রী বলেন, কোনও নেতা বা কর্মী কোনও অনৈতিক কাজ করলে, তার দায় দলের নয়। সবার সঙ্গে সুসম্পর্কে বজায় রেখে চলার জন্য দলীয় নেতা, কর্মীদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*