রিপোর্টার ও ছবি- পিয়ালি আচার্য,
বাংলার প্রতিটি বুথকে সুপার সেন্সিটিভ ঘোষণার দাবী নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। বুধবার এবিষয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপি মানসিক রোগী হয়ে গেছে এর পাশাপাশি সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য স্পেশাল অবজার্ভার রাখার প্রসঙ্গ টেনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা অত্যন্ত লজ্জার বিষয়, এখন সংবাদমাধ্যমকেও নিয়ন্ত্রণ করতে চাইছে ওরা। বিজেপি বুদ্ধিসুদ্ধি হারিয়ে ফেলেছে। কি সাহস..! সবসময় বিজেপি পার্টি থেকে বলা হচ্ছে কোনটা করা উচিত আর কোনটা নয়, মানুষের সাধারণ মন প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের উপরও হস্তক্ষেপ করা হচ্ছে। বুধবার কালীঘাটে দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা আরও বলেন, দেশে কী কোনও গণতন্ত্র আছে? গোরক্ষার নামে কত মানুষকে খুন করা হয়েছে? ওরা কী ভাবছে আমাকে নিয়ন্ত্রন করবে? কখনোই পারবে না। বাংলার মানুষ অসম্মান সহ্য করে না। সব লাঞ্ছনা, বঞ্চনার জবাব মানুষ ব্যালটে দেবে। আমাদের ভয় দেখিয়ে কোনও লাভ নেই। ৪২ এ ৪২টাই বিজেপির বিরুদ্ধে যাবে।
এছাড়াও মোদী সরকার তথা বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, আমরা মোদী অমিত শাহের বিরুদ্ধে লড়াই করেছি বলেই এই আক্রমণ। ফুল নেই, ফল নেই, পাতা নাই, ছাতা নাই। ওদের কোনও কাজ নেই। তবে এদিন মমতা মনে করিয়ে দেন আমাকে পেশী শক্তি দেখিয়ে কোনও লাভ হবে না। বিজেপিকে আমি দল বলে মনে করি না। বিজেপির না আছে আদর্শ, না আছে উদ্দেশ্য।
পাশাপাশি এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দলনেত্রী বলেন, কে কোন দলে গেলেন সেবিষয়ে আমি একেবারে চিন্তিত নই। তৃণমূল কংগ্রেস মাটির পার্টি। এখানে টাকা দিয়ে কিছু হয় না। আমাদের প্রার্থীদের উপর আমার ভরসা আছে। আমাদের প্রার্থীদের আমি বলবো সবাই যেন জনগণের পাশে সবসময় থাকে। আমরা জনগণের হয়ে কাজ করবো। মাটির পাশে থাকবো। বর্ণ-ধর্ম নির্বিশেষে কাজ করবো।
মমতা এদিন আরও বলেন ওরা সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়াচ্ছে এটা প্রায় ৯৯% করছে বিজেপি। সাংবাদিকদের উপর নজরদারির বিরুদ্ধে সরব হয়ে তৃণমূল নেত্রী বলেন কলকাতা ও দিল্লির প্রেস ক্লাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত সাংবাদিকদের। এছাড়াও বাংলার মানুষ ওদের নালিশকে পালিশ দেবেন।
তিনি কবে প্রচার শুরু করবেন? এই প্রশ্নের উত্তরে মমতা বলেন, আমরা সব অনুষ্ঠান ও সবরকম ধর্মীয় অনুষ্ঠানকে শ্রদ্ধা জানাই৷ সামনে দোল, দোলের পরে প্রচার শুরু করব। শুরু করলে আপনাদের তা জানাবো।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন!
দেখুন ছবি!
Be the first to comment