আপ-বিজেডি-টিআরএস নেই, মমতার ডাকে সাড়া দিয়ে বৈঠকে কংগ্রেস-বাম-সহ বিজেপি বিরোধীরা

Spread the love

দুপুর ৩টে। দিল্লির অভিজাত হলে মমতার ডাকে সাড়া দিয়ে উপস্থিত থাকবেন বিজেপি বিরোধী দলের একাধিক মুখ। তালিকায় প্রথম নাম অবশ্যই কংগ্রেস। গত কয়েক মাসে মমতা-সোনিয়ার রাজনৈতিক সম্পর্কের জল গঙ্গা দিয়ে অনেক দূর বয়ে গিয়েছে। তাই যখন কালীঘাট থেকে তৃণমূল নেত্রীর আমন্ত্রণ বার্তা পৌঁছেছিল আকবর রোডে, তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। কিন্তু মমতার সেই ডাকে সাড়া দিয়েছেন সোনিয়া।

শারীরিক অসুস্থতার জন্য নিজে না পারলেও মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত থাকছেন কংগ্রেস প্রতিনিধিরা। ঠিক যেমনটি অনেককে চমকে দিয়ে মমতার আমন্ত্রণে সাড়া দিয়েছেন বামেরা। এদিন উপস্থিত থাকবেন তাদের প্রতিনিধিরা। বিজেপি বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থী কে হবেন? তা বাছার বৈঠকে থাকছেন সমাজবাদী পার্টির রামগোপাল যাদব। এনসিপির শরোদ পাওয়ার। লালুর প্রতিনিধি হিসেবে তেজস্বী যাদব। জেডিএসের এইচডি দেবগৌড়া এবং তাঁর ছেলে কুমারস্বামী। থাকার কথা বিজেপি বিরোধী জোটের আরও প্রতিনিধিরা।

কিন্তু বৈঠকে না থাকার তালিকাটা বেশ চমকপ্রদ। মমতার-তৃণমূলের ঘনিষ্ঠ অরবিন্দ কেজরিওয়াল কোনও প্রতিনিধি পাঠাচ্ছেন না। দিল্লি ছাড়িয়ে পঞ্জাবে সরকার গড়া আম আদমি পার্টি রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত আজকের এই বৈঠকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস বিজেপির থেকে সমদূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। বৈঠকে যোগ দিচ্ছে না বিজেডি।  থাকছে না অকালি দলের কোনও প্রতিনিধি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*