উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ জুন নবান্ন সভাঘরে হবে এই বৈঠক। সেখানে রাজ্যের প্রতিটি দপ্তরের মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক এবং পুলিশ সুপারদেরও হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন দপ্তরের কাজ কী অবস্থায় রয়েছে, তা জানতে চান মুখ্যমন্ত্রী। এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশও দিতে পারেন তিনি। কোনও কাজ যাতে পড়ে না থাকে ও বরাদ্দ অর্থ যাতে সঠিকভাবে খরচ হয়, সেবিষয়ে বাড়তি গুরুত্ব দিতে চান মুখ্যমন্ত্রী।
Be the first to comment