২১ জুলাইয়ের ভার্চুয়াল সভায় নিজের ভাষণে ২০২৪ এর লোকসভা নির্বাচন মাথায় রেখে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করতে উদ্যোগী হচ্ছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী-অমিত শাহ জোটকে রুখতে সেই সলতে পাকানোর পর্ব কি শুরু হতে চলেছে ২৮ আগস্ট? সূত্রের খবর, সেদিন নয়াদিল্লিতে বঙ্গভবন ২-এ সভা করবেন তৃণমূল নেত্রী। বেলা তিনটেয় সভা শুরু। সেখানে ডাকা হচ্ছে বিজেপি বিরোধী দলগুলিকেও।
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ২৮ আগস্ট দিল্লিতে দলের সাংগঠনিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সহ তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতা সেই বৈঠকে উপস্থিত থাকবেন। বঙ্গভবন ২-এর লনে কোভিড প্রটোকল মেনে হবে বৈঠক। উপস্থিত থাকবেন ১০০ জন অতিথি। তবে অতিথি হিসাবে কাদের ডাকা হবে তা ঠিক করার দায়িত্ব রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটকুশলী প্রশান্ত কিশোর।
তবে বিজেপি ইতিমধ্যেই মমতার রাজ্যের বাইরে পা রাখার উদ্যোগকে কটাক্ষ করতে শুরু করেছে।
Be the first to comment