মাসানুর রহমান,
আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুর লোকসভার অন্তর্গত নামখানায় নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় তিনি বলেন, কেন্দ্র বাংলাকে শুধু বঞ্চনা করেছে। মুড়িগঙ্গায় লোহার ব্রিজ তৈরী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু চার বছরে কোনও কাজই করল না।
তিনি বলেন, কথায় আছে ‘সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার’। আগে গঙ্গাসাগরে কিছুই ছিল না, থাকার জায়গাও নয়। এখন এখানে অনেক উন্নয়ন হয়ে অনেক সুন্দর হয়ে গেছে। গঙ্গাসাগরকে নতুন করে তৈরী করে রাজ্য সরকার মানুষকে উপহার দিয়েছে।
কেন্দ্র সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, কেন্দ্রকে অনেকবার বলা হয়েছে ভোর সাগর, ঢেউ সাগর পোর্ট তৈরী করার। চার বছর হয়ে গেছে এখনও কোনও কাজ করল না। ওরা তাজপুর পোর্ট করার জন্য আমাদের থেকে ৭৪% চাইল, আমরা বলেছিলাম আমরা রাজি আছি, শর্তে আমরা বলেছিলাম মুড়িগঙ্গায় লোহার ব্রিজ তৈরী করে দিতে, ওরা রাজি হল। কিন্তু চার বছরে কোনও কাজই করল না। তাই আমরা নিজেরা টাকা দিয়ে এই ব্রিজ করার সিদ্ধান্ত নিয়েছি।
মমতা বন্দ্যোপাধ্যায় আরোও বলেন, কেন্দ্র কয়েকদিন আগে ব্যাঙ্ক থেকে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে, সব মিথ্যে কথা। কেন্দ্র এক পয়সাও দেয়নি। কৃষকদের শস্য বীমার পুরো টাকা রাজ্য সরকার দেয়, আমরা কেন্দ্রীয় সরকারের ভিক্ষে চাই না। নরেন্দ্র মোদীর ভিক্ষা নিয়ে বাংলা চলবে না। কৃষকদের ফসল নষ্ট হলে সরকার তাদের সব রকম সাহায্য করে, ক্ষতিপূরণ দেয়।
Be the first to comment