প্রথম দফাতেই বিজেপির দফারফা তৈরি হয়ে যাবে ৷ হয়ে যাবে বিজেপির ভাগ্যলিখন ৷ তৃণমূল প্রার্থী অজিত মাইতির সমর্থনে পিংলার সভা থেকে এমনই আত্মবিশ্বাসী বার্তা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মেদিনীপুরের পটচিত্র নিয়ে বেশ কিছু আশার কথা শুনিয়েছেন তিনি ৷ পটচিত্রের শপিং মল করার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী ৷
পিংলার সভা থেকে দলবদল করে বিজেপিতে যোগ যাওয়া নেতাদের ফের তুলোধোনা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, “দুধ কলা দিয়ে কেউটে সাপ পুষেছিলাম ৷ আমারই দোষ ৷ সবাইকে সহজে বিশ্বাস করে ফেলি ৷ ওরাই গতকাল রাতে টাকা বিলোচ্ছিল। টাকার জন্যই তো বিজেপিতে গিয়েছে ৷ আর মা-বোনেরাও ওদের পুলিশে ধরিয়ে দিয়েছে ৷”
পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে আসা ৩০ জনের একটি বন্দুকধারী দলকেও মহিলারা পুলিশে ধরিয়ে দিয়েছেন বলে জানান তৃণমূল নেত্রী ৷ তবে প্রথম দফাতেই বিজেপির পরাজয়ের ভাগ্যলিখন হয়ে যাবে বলে মনে করেন তিনি ৷।
ভোটের সময় কেউ ভোট দিতে বাধা দিলে হাতা-খুন্তি নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি ৷ তিনি বলেছেন, “এ ভাবে যাঁরা ওদের ধরিয়ে দেবেন তাঁদের একটা তালিকা করে রাখবেন ৷ আগামী দিনে তাঁদের জন্য আমি কিছু করবে ৷ গণতন্ত্রকে রক্ষা করার জন্য পুরস্কৃত করব ৷ বাইরের গুন্ডাদের বাংলা দখল করতে দেবেন না ৷”
মেদিনীপুরের পটশিল্প নিয়ে আগামী দিনে আরও পরিকল্পনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷ মমতা বলেছেন, “সবং-এ মাদুরের ক্লাস্টার করেছি ৷ পিংলায় পটচিত্র ক্লাস্টার করেছি ৷ আগামী দিনে বিশ্বে পটচিত্রের বড় বাজার তৈরি করা হবে ৷ পটচিত্রের শপিং মল করুন ৷ আগামীদিনে মাতৃবন্দনা প্রকল্প নিয়েছি ৷ তাতে ২৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে ৷ সেই টাকা দিয়ে পটচিত্রকে বিশ্বের বাজারে পৌঁছে দিন ৷” এ দিন তৃণমূল নেত্রীকে পটচিত্র আঁকা ব্যাগ, ছবি, শাড়ি, চাদর উপহার দেওয়া হয় ৷ সেগুলির কয়েকটি কিশোরীদের ডেকে দিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷
তৃণমূলকে ক্ষমতায় আনলে প্রতি গ্রামে একটি করে ইংরেজি মাধ্যম স্কুল করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ আগামী দিনে তাজপুরে গভীর বন্দরের অনুসারী শিল্পে কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন তিনি ৷ জানিয়েছেন, হলদিয়ায় হবে কেবল ল্যান্ডিং সেন্টার ৷ সেখানে আইটি জানা অনেকেই চাকরি পাবে ৷ এ ছাড়াও প্রতিদিনের মতোই দুয়ারে রেশন, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকদের শস্যবিমা-সহ অন্যান্য প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল নেত্রী ৷
Be the first to comment