মমতার সভায় অসুস্থ কিশোরী, বক্তৃতা থামিয়ে জলের বোতল দিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

মমতার কর্মিসভায় চলাকালীন অসুস্থ কিশোরী। তড়িঘড়ি বক্তৃতা থামিয়ে জলের বোতল ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরদুয়ারের কর্মিসভা শেষে মুস্কান পারভিন নামে ওই কিশোরীর সঙ্গে কথাও বলেন মমতা। শুধু তাই নয়, ডাক্তারের অপেক্ষা না করে মুখ্যমন্ত্রী নিজের নাড়ি দেখেন মুস্কানের। তৃণমূল সূত্রে খবর, আপাতত ওই কিশোরী পুরোপুরি সুস্থ রয়েছেন।

মঙ্গলবার আলিপুরদুয়ারের কর্মিসভায় বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২টা ৫০ নাগাদ বক্তৃতা শুরু করেন মুখ্যমন্ত্রী। বক্তৃতা শুরুর আধ ঘণ্টার পরই বিপত্তি! আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই কিশোরী। মুখ্যমন্ত্রী বক্তৃতা থামিয়ে বলেন, ‘অজ্ঞান হয়েছে? আমার কাছে জল আছে।’ এর পর মঞ্চ থেকে ওই কিশোরীর উদ্দেশে জলের বোতল ছোড়েন মমতা। তিনি বলেন, ডাক্তার থাকলে দেখে নাও। সভা শেষ করছি। ওর যত্ন নিতে হবে। খুব গরম থেকে হয়তো এমনটা হয়েছে।

এর আগে গত ৩০ মে শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় বিদ্যুৎস্পৃষ্ট হন এক মহিলা। তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ সাংসদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে বক্তৃতা থামিয়ে দেন অভিষেক। ওই মহিলার চিকিৎসার নির্দেশ দেন ডায়মন্ড হারবারের সাংসদ। সভা শেষের পর জখম মহিলার সঙ্গে দেখাও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*