বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেই রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, বিকেলে অল্প সময়ের জন্য রাজভবনে যান মুখ্যমন্ত্রী। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, অধিবেশনে আনা বিল নিয়ে অলোচনা করতে গিয়েছিলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রসিকতা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি।’’ কী নিয়ে আলোচনা হয়েছে? সেই প্রশ্নের জবাবে মমতা জানান, দু’টি বিল নিয়ে কথা হয়েছে রাজ্যপালের সঙ্গে।
শুরু মসৃণ থাকলেও, পরে নবান্নের সঙ্গে সংঘর্ষ শুরু হয় আনন্দ বোসের। উপাচার্য নিয়োগ থেকে পঞ্চায়েত নির্বাচনের অশান্তি- সব বিষয় নিয়ে নবান্নের সঙ্গে ঠাণ্ডা লড়াই চলে রাজভবনের। এই পরিস্থিতিতে এদিন রাজভবনে বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। এই নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। সাক্ষাতের পরে বেরিয়ে মমতা নিজেই জানান, এটা সৌজন্য সাক্ষাৎ। অধিবেশন শুরু মধ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করতে হয়। বিধানসভা অধিবেশনের বিল নিয়েই আলোচনা করতে গিয়েছিলেন তিনি। সব বিলই প্রায় পাশ হয়ে গিয়েছে। কিন্তু অধিবশেন চালাতে হবে- এটা নিয়ম। দুটি বিল আছে। অর্থ সংক্রান্ত বিল আলোচনা হয়েছে, সেগুলি এই অধিবেশনে আসবে। উপাচার্য বিল নিয়ে আলোচনা হয়েছে কি? উত্তর মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে কথা হয়নি। তবে, একই সঙ্গে মমতা জানান, কিছু বিষয়ে বিধানসভার অন্দরের। তা নিয়ে প্রকাশ্যে বলে ভদ্রতা নয়।
Be the first to comment