মাসানুর রহমান,
গতকাল রাজ্যের তিনি জায়গা শ্রীরামপুর, বর্ধমান,ও কৃষ্ণনগরে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তিনি বলেন, বাংলার কৃষকরা আমাদের গর্ব, সারা দেশে যখন ১২০০০ কৃষক আত্মহত্যা করেছে তখন বাংলায় কৃষকদের বার্ষিক আয় ৩ গুণ করা হয়েছে। আর মোদী বাবু এখন বলছে ২০২২ সালে দ্বিগুন করবে। সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও মিউটেশন ফি মুকুব করা হয়েছে।
তিনি আরোও বলেন, কৃষক বন্ধু প্রকল্পে প্রকল্পে কৃষকদের বছরে ২ বার ২৫০০ টাকা করে মোট ৫০০০ টাকা দেওয়া হচ্ছে, ক্ষুদ্র ও প্রান্তিক চাষি যাদের এক একরের কম জমি আছে তাদের ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। কৃষকরা পেনশন পায়। কৃষকদের জমির খাজনা ও মিউটেশন ফি মুকুব করা হয়েছে, আইসিডিএস ও আশা ও ১০০ দিনের কর্মীদের জন্য ও অনেক কাজ করা হয়েছে।
মমতা আরোও বলেন, ১৮-৬০ বছর বয়সের মধ্যে কোন কৃষক মারা গেলে তার পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কৃষকদের শস্য বীমার সব টাকা দেয় রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। মহিলাদের ৭৩১ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়, মাদার অ্যান্ড চাইল্ড হাব, এসএন এস ইউ, সিসিইউ থেকে শুরু করে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ট্রমা সেন্টার সহ অনেক কাজ হয়েছে। অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় আসে চিকিৎসা করাতে, ২৮০০০ বেড বাড়ানো হয়েছে, হাসপাতালগুলির সংস্কার করা হয়েছে।
Be the first to comment