মাসানুর রহমান,
আজ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি নির্বাচনী সভা করেন তৃণমূলনেত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। এদিন তার বক্তব্যে তিনি বলেন যে নরেন্দ্র মোদী আর ক্ষমতায় ফিরছেন না। এটা পঞ্চায়েত, গ্রামসভা বা বিধানসভা নির্বাচন নয়, এটা দিল্লীর নির্বাচন। তিনি বলেন নরেন্দ্র মোদীকে দিল্লী থেকে সরিয়ে দেওয়ার নির্বাচন। ৫ বছরে উনি কি কাজ করেছেন তার জবাব আমরা চাই।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগে মাওবাদী আন্দোলনের নামে মানুষের ওপর অত্যাচার করা হত। বিজেপি কোন রাজ্যে মাওবাদী সমস্যা সমাধান করতে পারেনি কিন্তু আমরা আমাদের রাজ্যে এই সমস্যা সমাধান করে দিয়েছি। এখন মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মানুষ শান্তিতে আছে। ভাল আছে জঙ্গল মহলের মানুষ।
তিনি বলেন, পুরো দেশের সর্বনাশ করে দিয়েছে, খালি মন কি বাত আর নিজের প্রচার করে বেড়িয়েছে। তিনি আরোও বলেন, নির্বাচনের আগে বলেছিল ১৫ লক্ষ টাকা ফেরত দেবে। দিয়েছে? ওনার একটাই কাজ – মানুষকে এজেন্সি দিয়ে ভয় দেখানো আর মানুষের ওপর অত্যাচার করা। আগের বার নির্বাচনের সময় ছিল চা ওয়ালা। সাড়ে ৪ মাস বিদেশে ঘুরে বেরিয়ে এখন উনি চৌকিদার হয়েছেন। মমতা বলেন, নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে বড় দুর্যোগ আর দুর্ভোগ, উনি থাকলে মানুষ আর শান্তিতে থাকতে পারবে না, তাই নরেন্দ্র মোদীকে বিদায় দিন
Be the first to comment