ভ্যাকসিনের দু’টি ডোজই নেওয়া রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাক্ষাতকে কেন্দ্র করে কিছুটা হলেও অনিশ্চয়তা তৈরি হলো তার কারণ, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক ৷ এ দিন দিল্লিতে সাংবাদিকদের নিজেই এ কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷
রাষ্ট্রপতি এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন ৷ সেখান থেকে ফিরে আসার পর তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের কথা রয়েছে ৷ সম্ভবত বৃহস্পতিবার রাষ্ট্রপতি- মুখ্যমন্ত্রী সাক্ষাত হতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আরটিপিসিআর টেস্ট করাতেই হবে ৷ তাঁর করোনার টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেও আরটিপিসিআর টেস্ট করানোর শর্তে কিছুটা বিরক্তিই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷
মমতা বলেন, ‘আমার করোনার টিকার দু’টি ডোজই নেওয়া রয়েছে কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে নাকি আরটিপিসিআর টেস্ট করাতেই হবে ৷ দিল্লি আমার ঘরের মতোই কিন্তু আমি তো বাইরে থেকে এসেছি ৷ এখন হঠাৎ কোথা থেকে আরটিপিসিআর টেস্ট করাবো, সেই সমস্ত ঝঞ্ঝাট রয়েছে ৷’ কিছুটা বিরক্তির সুরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়া না থাকলে তবেই আরটিপিসিআর টেস্টের নিয়ম বাধ্যতামূলক করা উচিত ৷’ তিনি আরও বলেন, ‘একান্তই যদি রাষ্ট্রপতির সঙ্গে দেখা না হয় তাহলে ওনার জন্য আমার শুভকামনা থাকবে ৷ রাষ্ট্রপতি যাতে সুস্থ থাকেন, আমি সেই প্রার্থনা করবো ৷’
Be the first to comment