রোজদিন ডেস্ক :- “বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে” কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনাতে বললেন মুখ্যমন্ত্রী। শুরু হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার বিকালে প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ৷ এরপর মমতার মুখে শোনা যায় বাংলার শিল্প ও শিল্পীদের প্রশংসা৷ তিনি বলেন, বাংলার শিল্পীদের প্রতিভা আকাশ ছোঁয়া৷ বিদেশি পরিচালকদের উদ্দেশ্যে তিনি জানান, বাইরের সিনেমা এখানে আসুক। বাংলার শিল্প ধরা পড়ুক বিদেশের মাটিতে৷ হলিউড-টলিউডের শিল্পীরা একসঙ্গে কাজ করুন সিনেপর্দায়।
এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে, বাংলার পাহাড়, সমুদ্র, জঙ্গলের কথাও। এদিন তিনি বলেন, “টলিউডের শিল্পী, কলাকুশলীদের দক্ষতা কোনও অংশে কম নয়। বাংলায় প্রচুর ভালো ভালো লোকেশনও রয়েছে। সেগুলো আন্তর্জাতিক সিনেমহলও তুলে ধরুক। পাহাড়-সমুদ্র, জঙ্গল প্রকৃতির সবরকম প্রাচুর্যে পূর্ণ আমাদের পশ্চিমবঙ্গ। আপনাদের সিনেমায় আমাদের বাংলার এই বিভিন্ন লোকেশন দেখান। বাংলার সঙ্গে কাজ করুন। বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে।”
এদিন তিনি আরও বলেন, ‘টলিউডে (টালিগঞ্জ পাড়ায়) যারা কাজ করেন, তাঁরা হৃদয় দিয়ে কাজ করেন। অনেক প্রতিভাবান শিল্পী-পরিচালক রয়েছেন যাঁরা বলিউডকেও হার মানাতে পারেন। কিন্তু তাঁদের লবির জোর নেই দেখে মাতামাতি হয় না।’
এদিন উৎসবের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী এও বলেন, “সিনেমার কোনও গণ্ডি নেই। আলাদা কোনও বিশ্ব নেই। নানা ভাষায় কথা বলতে পারি, নানা পোশাক পরতে পারি, নানা ধর্মানুসারী হতে পারি, কিন্তু আমরা সবাই এক। একটা পরিবারের মতো।” বাংলা চলচ্চিত্র জগতকে যাঁরা সমৃদ্ধ করেছেন, বিশ্ব মঞ্চে উঁচু জায়গায় নিয়ে গিয়েছেন সেই সত্যজিত রায়, তপন সিনহা, ঋত্বিক ঘটক, উত্তম কুমার- সৌমিত্র চট্টপাধ্যায়দের কথাও উল্লেখ করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভাব অনুভব করছেন বলেও জানান।
এরপর তিনি মহানায়ক উত্তম কুমার, পরিচালক ঋত্বিক ঘটকদের স্মরণ করেন৷ তিনি বলেন, “আমি উত্তম কুমারকে দেখেনি কিন্তু তাঁর পরিবারের সকলে এখানে উপস্থিত আছেন। তাঁদের পরিবারের সঙ্গে আমার ভালো যোগাযোগ রয়েছে৷ তাঁদের অভিনন্দন জানাচ্ছি৷ তপন সিনহা, ঋত্বিক ঘটকদের না দেখলেও ঋত্বিক ঘটকের স্ত্রীকে চিনতাম। তাঁদের দুর্গাপুজোয় যেতাম, তিনিও আসতেন ৷”
এরপর মুখ্যমন্ত্রী তুলে ধরেন, তাঁর জীবনের এক স্মৃতি ৷ যে স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে পরিচালক তপন সিনহার নাম ৷ তিনি বলেন, “তপন সিনহাকে আমার মনে আছে৷ আজকের দিনে, অর্থাৎ ৪ ডিসেম্বর ২৬ দিনের অনশন শুরু করেছিলাম আমি৷ তপন দা’র সঙ্গে আমার আলাদা করে আলাপ ছিল না। কিন্তু উনি আমাকে চিঠি লিখেছিলেন। আমি সেটা আজও যত্ন সহকারে রেখে দিয়েছি৷ চিঠিতে উনি আমার আন্দোলনকে অভিনন্দন জানিয়ে ছিলেন৷”
বিগত কয়েক বছরের ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন৷ কিন্তু এবারে তিনি আসতে পারেননি। তার কারণ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “শাহেনশার শরীর অসুস্থ৷ যেহেতু শরীর ভালো নেই তাই তিনি এবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলেন না। তিনি জানিয়ে দেন, মুম্বইয়ের শিল্পীদের তিনি মিস করছেন। এরপরেই তিনি অভিনেতা তথা সাংসদ শক্রঘ্ন সিনহাকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।
Be the first to comment