স্পেন-দুবাই সফরে কী কী সাফল্য পেলেন মমতা?

Spread the love

স্পেন ও দুবাই সফর শেষে গতকাল বাংলায় ফিরে মমতা বলেন, ‘আমার বিদেশ সফর সফল। মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইতে আমরা বাণিজ্য সম্মেলন করেছি। ফিকি এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স সবটা আয়োজন করেছিল। এত সফল কর্মসূচি আমি খুব কম দেখেছি। বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। বড় বড় চুক্তিও হয়েছে।’ 

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দর থেকে দুবাই রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ফুটবলের উন্নতির লক্ষ্যে সেখানে লা লিগার সভাপতির সঙ্গে বৈঠক করেন মমতা। সেই বৈঠকে ছিলেন কলকাতার তিন প্রধান ক্লাবের কর্তারা। ছিলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই বৈঠকে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে রাজ্য সরকার। জনা যায়, কিশোর ভারতীতে অ্যাকাডেমি গড়বে লা লিগা।

এদিকে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে লুলু গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, নিউ টাউনে বিশ্বমানের শপিং মল গড়ে তোলার বিষয়ে আলোচনা হয় সেই বৈঠকে। উল্লেখ্য, কোচি, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, লখনউ এবং হায়দরাবাদে লুলু গ্রুপের শপিং মল আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*