১৬ আগস্ট “খেলা দিবস” ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের; শহিদ স্মরণের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো; দেখুন সরাসরি!

Spread the love
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/905528657039305/

দেখুন লাইভ আপডেটসঃ

একুশের একুশে পা, কবিতা পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আমি টর্নেডো, কবিতা পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ভারতের থেকে পশ্চিমবঙ্গে দারিদ্রসীমার নিচের মানুষ কম ৷

পেগাসাস হটাও, দেশ বাঁচাও, ডাক মমতার

মোদী হাটাও, দেশ বাঁচাও, ডাক মমতার

রবীন্দ্রনাথের নাম উত্তর প্রদেশের সিলেবাস থেকে বের করে দিয়েছে যোগী আদিত্যনাথ ৷

কৃষকদের ১০ হাজার টাকা করে দিচ্ছি। কৃষক মরে গেলে পরিবারকে ২ লক্ষ টাকা দেই। মিউটেশনে এক পয়সা খরচ করতে হয় না কৃষকদের। খাদ্যসাথী আছে। বিয়ে হলে মারা গেলে টাকা দিই। পায়ে পায়ে সমাধান আছে, দুয়ারে সরকার আছে। আমরা জনগণের জন্যে কাজ করি। 

আমরা সবার কথা ভাবি, আপনারা শুধু দলের কথা ভাবেন। তাও অন্যকে বুলডোজ করে। ভারতের উন্নয়ন চাই। আপনারা কিছু করেন না। যাঁরা মানুষের কাজ করছেন, তাঁদের অসুবিধায় ফেলেন আপনারা। আমাদের ঝামেলায় ফেলবেন না। আমরা সবাইকে স্বাস্থ্য সাথী দেই। আমরা সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিই। পড়ুয়াদের ১০ লক্ষ ঋণ দেই। 

শুধু হিংসা আর বিভিজনের রাজনীতি চান আপনারা। আমরা তা চাই না। আমরা বাংলার মানুষ। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জমি থেকে এসেছি, স্বামী বিবেকানন্দের মাটি থেকে এসেছি।

বিজেপির মগজে মরুভূমি, তৃতীয় ঢেউ নিয়ে কোনও পরিকল্পনা করেনি। বুরা না মানে মোদীজি। আপনি কি আদৌ জানেন নাকি অমিত শাহ একাই করেন সব।

বেকারত্ব বেড়ে গিয়েছে। এই যে কৃষকরা এত মাস ধরে বসে আছেন, কেউ কথা শোনে না। উত্তরপ্রদেশে উন্নাওয়ে কী হয়। আরও বিল আনছে যাতে গণতন্ত্র মারা যায়।

সুপ্রিমকোর্টকে পেগাসাস নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার আবেদন। গণতন্ত্রকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে বিচার ব্যবস্থা তা করতে পারে। আমাদের মতো রাজনৈতিক দল তা করতে পারে।

বিজেপি হাই লোডেড ভাইরাস পার্টি। বেকারত্ব বেড়ে গিয়েছে। গুলি আর গালির রাজনীতি চলছে।

খেলা হয়েছে, খেলা আবার হবে। যতদিন বিজেপিকে দেশ থেকে বিতারিত না করতে পারছি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে।

সবাইকে ইদ মুবারক, সব ধর্মের সবাইকে শুভেচ্ছা। ঐক্যবদ্ধ ভারত দেখতে চাই। 

মোদীকে তোপ দেগে মমতা বলেন, ‘কোভিড না সামলে নিত্য যাত্রা করেছেন বাংলায়। আপনারা ভেবেছেন পেগাসাস আছে। তবে বাংলা মানে না। বাকি রাজ্যদের বলব, নিজেদের দলকে বোঝান। একসঙ্গে কাজ করতে হবে। রোগ সারতে পারে। তবে সময়ে চিকিত্সা করাতে হবে। আমি আগামী সপ্তাহে দিল্লিতে গিয়ে বিরোধী দলনেতাদের সঙ্গে দেখা করতে চাই।’

আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের দেশকে বাঁচাতে হবে। কোভিডে দেশ শেষ হয়ে গিয়েছে। কোভিডের টিকা নেই, অক্সিজেন নেই। প্রধানমন্ত্রীর লজ্জা লাগে না? গঙ্গায় মৃতদেহ ভাসে। সেই উত্তরপ্রদেশকে শ্রেষ্ট বলছেন মোদী। আপনাদের ন্য চার লক্ষ লোক মারা গিয়েছে। 

সব কিছু দখল করছে বিজেপি। যা ওরা বলবে তাই করতে হবে। নয়ত পেগাসাস দিয়ে ভয় দেখাবে। গণতন্ত্রেরর বদলে গোয়েন্দাগিরি চলছে। সকলের মুখ বন্ধ করলেও আমি রবি ঠাকুরের ভাষায় গাইব … 

পেগাসাসের জন্যে আমি আমার ফোনে প্লাস্টার লাগিয়েছি। এই সরকারকেও প্লাস্টার লাগাতে হবে। বিজেপি গণতন্ত্র নষ্ট করছে।

কয়েকজন বিজেপি নেতাকে মানবাধিকার কমিশনের লোক বানিয়ে পাঠিয়েছে। আমাদের ফোন ট্যাপ। পেগাসাস, ভয়ঙ্কর। ২০২৪ সালে কী হবে কে জানে। আমার ইচ্ছে হলে শরদ পাওয়ার বা চিদম্বরমের সঙ্গে কথা বলতে পারি না। গরিবকে টাকা নিয়ে দিয়ে গোয়েন্দাগিরিতে টাকা খরচ। পেগাসাসের নাম করছে সবার ফোন ট্যাপ।

বেকারত্ব বেড়ে গিয়েছে। এই যে কৃষকরা এত মাস ধরে বসে আছেন, কেউ কথা শোনে না। উত্তরপ্রদেশে উন্নাওয়ে কী হয়। আরও বিল আনছে যাতে গণতন্ত্র মারা যায়।

অ-বিজেপি ফ্রন্ট গঠনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

১৬ অগস্ট খেলা দিবস, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কোভিড পরিস্থিতি নিয়ে মোদীকে আক্রমণ মমতার ৷ এলো উত্তরপ্রদেশে করোনায় মৃত্যুর কথাও ৷

মুকুল রায়কে পাশে বসিয়ে বক্তব্য রাখছেন মমতা ৷

ধন্যবাদ জানালেন প্রশান্ত কিশোরকেও ৷ পাশাপাশি দলীয় নেতাদেরও ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো ৷ তারপরই সরাসরি তাঁর আক্রমণের ফলায় এলো বিজেপি ৷ এলো পেগাসাস প্রসঙ্গও ৷

ভার্চুয়াল সভায় বক্তৃতা রাখছেন মমতা ৷ দিল্লিতে ভার্চুয়ালি সভায় শরদ পাওয়ারকে ধন্যবাদজ্ঞাপন করে তাঁর বক্তৃতা শুরু করলেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*